Ajker Patrika

হাতির ভিতরে শিয়াল নাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০: ০৮
হাতির ভিতরে শিয়াল নাকি

তবে কি হাতির পেটেই রয়ে যাবে ওই শিয়ালটা? এটা কি হয় বলো? বুঝেছি, কিছুই বুঝতে পারছ না কী বলছি। তবে শোনো, এক ছিল রাজা। আর তার ছিল ভীষণ প্রিয় এক হাতি। সেই হাতিতে চড়েই রাজামশাই চলাফেরা করেন। একদিন রাজার সেই হাতিটা মরে গেল। রাজার হলো ভারি মন খারাপ। কিন্তু কী আর করা, রাজার হুকুমে সেই হাতির পায়ে দড়ি বেঁধে পাঁচ শ লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এল। কিন্তু ওই মাঠের কাছে এক শিয়াল থাকত। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে, সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করল। তার এতই খিদে পেয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভেতর ঢুকে গেল। তারপর কী হলো? সে কি হাতির পেটেই আটকা পড়ল? নাকি হুড়মুড়িয়ে জেগে উঠল হাতি?

জানতে হলে পড়তে হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ‘হাতির ভিতর শিয়াল’ শিরোনামের গল্পের বইটি। পড়ে শোনাতে পারো ছোট ভাইবোনদেরও।

বইটিতে ‘বোকা জোলা আর শিয়ালের কথা’, ‘বোকা কুমিরের কথা’, ‘শিয়াল পণ্ডিত’, ‘বাঘখেকো শিয়ালের ছানা’ ও ‘আখের ফল’ নামে আরও পাঁচটি গল্প আছে।

মজার এই গল্পগুলোর সঙ্গে ছবিও এঁকেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আর নতুন করে বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন। বইটি প্রকাশ করেছে ছোটদের প্রকাশনা সংস্থা গোল্ডেন বুকস। পাওয়া যাবে ঘরের পাশের যেকোনো বইয়ের দোকান ও রকমারিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত