Ajker Patrika

বিশ্ববিদ্যালয় দিবসে নানা কর্মসূচি ইবিতে

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৫০
বিশ্ববিদ্যালয় দিবসে নানা কর্মসূচি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২২ নভেম্বর পালিত হবে ৪৩ তম ইবি দিবস।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন প্রভোস্টেরা। পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আরও জানা গেছে, কর্মসূচি উদ্বোধন শেষে প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো ঘুরে বাংলা মঞ্চে এসে শেষ হবে। এরপর বাংলা মঞ্চে কেক কাটা ও আলোচনা সভা হবে। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত হবে।

আলোচনা সভার প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করবেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত