নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবলের সোনালি দিনগুলোয় নিজেদের খরচ চালাতে হিমশিম খেত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাফল্য, উন্নত বিপণন উদ্যোগ, পৃষ্ঠপোষক আর আইসিসির লভ্যাংশ মিলিয়ে আজ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। আর জাতীয় দল চালাতে সরকারের দিকে তাকিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী-পুরুষ জাতীয় দল ও চারটি একাডেমি চালাতে সরকারের কাছে পাঁচ বছরের মেয়াদে ৫৮৭ কোটি টাকা চেয়েছে বাফুফে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি নামের পাঁচ বছর মেয়াদি এই উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকায় কমলাপুরের এলিট একাডেমির পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বাফুফে। গতকাল বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন কমিটির প্রধান ও বাফুফে সহসভাপতি আতাউর রহমান মানিক। আতাউর রহমান বলেছেন, ‘আমরা ডিপিপি পাঠিয়েছি, প্রস্তাব আকারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের মনে হয় টাকার সমস্যা থাকবে না। আমরা কষ্ট করে একাডেমি চালিয়ে নিচ্ছি। যত দিন চালাতে পারি, চেষ্টা তো করবই।’
সাফল্য আর বিপণনে প্রতি সিরিজেই কোটি টাকার পৃষ্ঠপোষক পাচ্ছে বিসিবি। সঙ্গে আছে আইসিসির লভ্যাংশও। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নিয়ন্ত্রণ থেকে বের হয় আলাদা অধিদপ্তর গড়তে পারে বিসিবি, শোনা যাচ্ছে এমন গুঞ্জনও। সরকারের দিকে তাকিয়ে থাকা বাফুফে কেন বিসিবির মতো স্বাবলম্বী হতে পারছে না, এ ব্যাখ্যায় আতাউর বলেছেন, ‘বিসিবির সঙ্গে বাফুফেকে মেলানো ঠিক হবে না। একই মা-বাবার দুই ভাই। একজন সচিব হয়েছে, আরেকজন স্কুলের মাস্টার। বিসিবির যে ফান্ড, সেটা আমাদের নেই।’
আতাউর রহমানের কথায় উঠে এসেছে পাশের দেশ ভারতের ২৪ বছরের মহাপরিকল্পনার কথাও, যেটি নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আজকের পত্রিকায়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভারতের বরাদ্দ অনেক বেশি। আমি তথ্য-উপাত্ত নিয়ে কথা বলছি। নেপালের ছয়টি একাডেমি সরকার চালায়। নেপাল যে আমাদের চেয়ে খুব ভালো করছে, তা নয়। আমাদের অর্থের প্রয়োজন। পৃষ্ঠপোষকতা পেলে ভালো হবে।’
বাংলাদেশ ফুটবলের সোনালি দিনগুলোয় নিজেদের খরচ চালাতে হিমশিম খেত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাফল্য, উন্নত বিপণন উদ্যোগ, পৃষ্ঠপোষক আর আইসিসির লভ্যাংশ মিলিয়ে আজ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। আর জাতীয় দল চালাতে সরকারের দিকে তাকিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী-পুরুষ জাতীয় দল ও চারটি একাডেমি চালাতে সরকারের কাছে পাঁচ বছরের মেয়াদে ৫৮৭ কোটি টাকা চেয়েছে বাফুফে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি নামের পাঁচ বছর মেয়াদি এই উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকায় কমলাপুরের এলিট একাডেমির পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বাফুফে। গতকাল বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন কমিটির প্রধান ও বাফুফে সহসভাপতি আতাউর রহমান মানিক। আতাউর রহমান বলেছেন, ‘আমরা ডিপিপি পাঠিয়েছি, প্রস্তাব আকারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের মনে হয় টাকার সমস্যা থাকবে না। আমরা কষ্ট করে একাডেমি চালিয়ে নিচ্ছি। যত দিন চালাতে পারি, চেষ্টা তো করবই।’
সাফল্য আর বিপণনে প্রতি সিরিজেই কোটি টাকার পৃষ্ঠপোষক পাচ্ছে বিসিবি। সঙ্গে আছে আইসিসির লভ্যাংশও। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নিয়ন্ত্রণ থেকে বের হয় আলাদা অধিদপ্তর গড়তে পারে বিসিবি, শোনা যাচ্ছে এমন গুঞ্জনও। সরকারের দিকে তাকিয়ে থাকা বাফুফে কেন বিসিবির মতো স্বাবলম্বী হতে পারছে না, এ ব্যাখ্যায় আতাউর বলেছেন, ‘বিসিবির সঙ্গে বাফুফেকে মেলানো ঠিক হবে না। একই মা-বাবার দুই ভাই। একজন সচিব হয়েছে, আরেকজন স্কুলের মাস্টার। বিসিবির যে ফান্ড, সেটা আমাদের নেই।’
আতাউর রহমানের কথায় উঠে এসেছে পাশের দেশ ভারতের ২৪ বছরের মহাপরিকল্পনার কথাও, যেটি নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আজকের পত্রিকায়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভারতের বরাদ্দ অনেক বেশি। আমি তথ্য-উপাত্ত নিয়ে কথা বলছি। নেপালের ছয়টি একাডেমি সরকার চালায়। নেপাল যে আমাদের চেয়ে খুব ভালো করছে, তা নয়। আমাদের অর্থের প্রয়োজন। পৃষ্ঠপোষকতা পেলে ভালো হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫