এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
পানিবন্দী অবস্থা থেকে এলাকাবাসীকে রেহাই দিতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় প্রায় তিন বছর আগে নির্মিত হয় কোটি টাকার একটি ইউড্রেন; কিন্তু এটি নির্মাণ সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই আশপাশের নিচু এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষকদের রোপণ করা ধান ও পুকুরের মাছ ভেসে যায়।
পৌরবাসীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে ইউড্রেন নির্মাণ করা হয়, যা কোনো কাজে আসছে না। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল মিলছে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০১৯-২০ অর্থবছরে পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ইউড্রেন নির্মাণকাজ হাতে নেওয়া হয়, যা পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে মূসাখাঁ নদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার হওয়ার কথা ছিল। আবহাওয়া ও জলবায়ু অধিদপ্তরের অধীনে এ কাজে বরাদ্দ দেওয়া হয় এক কোটি টাকা; কিন্তু নির্মাণ হয় মাত্র ২৯৭ মিটার ড্রেন। এখন নতুন করে বরাদ্দ না আসায় কাজ বন্ধ রয়েছে।
পৌরবাসী মাসুদ রানা বলেন, ‘বিগত সময় বর্ষা মৌসুমে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত পানি ২ নম্বর ওয়ার্ড হয়ে কান্তারবিলে চলে যেত। কয়েক যুগ ধরে এভাবেই চলছিল; কিন্তু ২ নম্বর ওয়ার্ডের বর্তমান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তিন-চারজন প্রভাবশালী ব্যক্তি দুই বছর ধরে পানি চলাচলের ক্যানেলটিতে অবৈধভাবে মাটি ভরাট করে রেখেছেন। এতে করে পানি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুদিনের বৃষ্টির শতাধিক বিঘা ফসলি জমি ও পুকুর তলিয়ে গেছে।’
তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন কিলোমিটার ড্রেন করা প্রয়োজন। বিগত সময়ে আমরা যে টাকা বরাদ্দ পেয়েছি তাতে ২৯৭ মিটার পাকা ড্রেন নির্মাণ হয়েছে। প্রায় এক কিলোমিটার কাঁচা ড্রেন খনন করা হয়েছে। এখন কিছু অংশ খনন বাকি আছে। নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করব।’ তিনি এ সময় আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক কিছু কাজ করা হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, ‘পৌরসভা এলাকায় জলাবদ্ধতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পানিনিষ্কাশনের জন্য পদক্ষেপ নিচ্ছি।’
পানিবন্দী অবস্থা থেকে এলাকাবাসীকে রেহাই দিতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় প্রায় তিন বছর আগে নির্মিত হয় কোটি টাকার একটি ইউড্রেন; কিন্তু এটি নির্মাণ সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই আশপাশের নিচু এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষকদের রোপণ করা ধান ও পুকুরের মাছ ভেসে যায়।
পৌরবাসীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে ইউড্রেন নির্মাণ করা হয়, যা কোনো কাজে আসছে না। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল মিলছে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০১৯-২০ অর্থবছরে পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ইউড্রেন নির্মাণকাজ হাতে নেওয়া হয়, যা পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে মূসাখাঁ নদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার হওয়ার কথা ছিল। আবহাওয়া ও জলবায়ু অধিদপ্তরের অধীনে এ কাজে বরাদ্দ দেওয়া হয় এক কোটি টাকা; কিন্তু নির্মাণ হয় মাত্র ২৯৭ মিটার ড্রেন। এখন নতুন করে বরাদ্দ না আসায় কাজ বন্ধ রয়েছে।
পৌরবাসী মাসুদ রানা বলেন, ‘বিগত সময় বর্ষা মৌসুমে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত পানি ২ নম্বর ওয়ার্ড হয়ে কান্তারবিলে চলে যেত। কয়েক যুগ ধরে এভাবেই চলছিল; কিন্তু ২ নম্বর ওয়ার্ডের বর্তমান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তিন-চারজন প্রভাবশালী ব্যক্তি দুই বছর ধরে পানি চলাচলের ক্যানেলটিতে অবৈধভাবে মাটি ভরাট করে রেখেছেন। এতে করে পানি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুদিনের বৃষ্টির শতাধিক বিঘা ফসলি জমি ও পুকুর তলিয়ে গেছে।’
তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন কিলোমিটার ড্রেন করা প্রয়োজন। বিগত সময়ে আমরা যে টাকা বরাদ্দ পেয়েছি তাতে ২৯৭ মিটার পাকা ড্রেন নির্মাণ হয়েছে। প্রায় এক কিলোমিটার কাঁচা ড্রেন খনন করা হয়েছে। এখন কিছু অংশ খনন বাকি আছে। নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করব।’ তিনি এ সময় আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক কিছু কাজ করা হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, ‘পৌরসভা এলাকায় জলাবদ্ধতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পানিনিষ্কাশনের জন্য পদক্ষেপ নিচ্ছি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪