Ajker Patrika

হেলে থাকা বিদ্যুতের খুঁটিতে দুর্ঘটনার শঙ্কা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৯
হেলে থাকা বিদ্যুতের খুঁটিতে দুর্ঘটনার শঙ্কা

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে সঞ্চালন লাইনসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটির ওপরের অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট ও মুন্সির মসজিদের মাঝামাঝি হামিদিয়া মাদ্রাসার দক্ষিণে এই খুঁটিটির কারণে দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সঞ্চালন লাইন সচল থাকায় যে কোনো সময় আগুন লাগতে পারে।

গতকাল রোববার সরেজমিনে গেলে ওই এলাকার বাসিন্দা মুশফিক উর রহমান, মো. বাচা মিয়া ও জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার হাজারো যাত্রী প্রতিদিন ওই মহাসড়ক দিয়ে চলাচল করছেন। পাশাপাশি ওই মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়া-আসা করে স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরাসহ এলাকার সাধারণ মানুষ। সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস থেকে একাধিকবার পরিদর্শন গেলেও অপসারণ করেনি।

এ ব্যাপারে পিডিবির হাটহাজারী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, সঞ্চালন লাইনসহ ঝুঁকিপূর্ণ খুঁটিটি আগামী শনিবারের মধ্যে পাশের একটি খুঁটিতে স্থানান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত