Ajker Patrika

জবানবন্দিতে পুলিশ পরিদর্শকের স্ত্রীর নাম, গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ২১
জবানবন্দিতে পুলিশ পরিদর্শকের স্ত্রীর নাম, গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের ঘটনায় গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে নাম আসায় এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ঠিকাদার পাড়ার বিকন মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত নারীর নাম কানিজ ফাতিমা আনিসা (৩৬)। তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী।

আনিসাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী। তিনি জানান, সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় ও টর্চার সেলে নির্যাতনের অভিযোগে ২ জানুয়ারি রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তাঁর স্ত্রী আসমানী আক্তারকে (২৪) আটক করে র‍্যাব।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দম্পতিসহ তাঁদের একটি চক্র নগরের বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পরিচিত হয়ে তাঁকে কৌশলে নিজেদের আস্তানায় নিয়ে যেত। এরপর সেখানে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো। এ ছাড়া হত্যার ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বাধ্য করাসহ বিভিন্ন কৌশলে লাখো টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

এ সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে র‍্যাবের চালানো অভিযানে গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাসায় একটি টর্চার সেলের সন্ধান মেলে। সেখানে প্রতারণার ফাঁদে পড়া ব্যক্তিদের জিম্মি করে মানসিক ও শারীরিক নির্যাতন করত অনিক-আসমানী দম্পতি। টর্চার সেল থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শকের তার, মাদক সেবনের সরঞ্জাম, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারণের দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আনিসার নাম উঠে আসে। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত