ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে অবৈধভাবে সরকারি খালের বাঁধ কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ওই বাঁধ কাটার কারণে বর্ষা মৌসুমে পেঁচিবাড়ি-ফড়িংহাটা খালের পাড় উপচে কৃষিজমিতে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে (পাউবো) পেঁচিবাড়ি থেকে ফড়িংহাটা গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুনর্খননকাজ শুরু করা হয়। ওই খাল খনন করে সেই মাটি দিয়ে খালের দুই পাশে উচু বাঁধ (পাড়) তৈরির মাধ্যমে ২০২০ সালে কাজ শেষ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকা। এই খালের পানি দিয়ে স্থানীয় কৃষকেরা আবাদি জমিতে সেচের চাহিদা পূরণ করেন।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকারিয়া হাবিব ও তাঁর সহযোগীরা চার দিন ধরে ওই খালের বিশ্ব হরিগাছা অংশ থেকে খননযন্ত্র দিয়ে বাঁধের মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছেন। মাটি কাটার ফলে উঁচু বাঁধ সমতলভূমিতে পরিণত হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) নুরুল আমিন ছয় মাসের প্রশিক্ষণে উপজেলার বাইরে আছেন। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব অবৈধভাবে বাঁধ কেটে মাটি বিক্রি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, খাল পুনর্খনন করায় তাঁরা ফসলি জমিতে সেচ সুবিধা পেয়েছেন। কিন্তু বাঁধ কেটে মাটি বিক্রি করায় জমির সঙ্গে পাড় সমান হয়ে যাচ্ছে। এতে খালের পানি পাড় উপচে জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতি হবে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব বলেন, ‘আমার নাম ভেঙে কে বা কারা খালের বাঁধ কেটে মাটি বিক্রি করছে, তা জানা নেই। তবে ওই বাঁধ কেটে মাটি বিক্রির সঙ্গে আমি জড়িত না। তারপরও আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
খাল থেকে বাঁধের মাটি ক্রেতা এমভিসি ব্রিকসের (ইটভাটা) ব্যবস্থাপক নাঈম বাবু বলেন, ‘জাকারিয়া হাবিব নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মাটি কিনে নিয়ে ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করছি।’
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, ‘খালের পাড় কেটে মাটি নিয়ে যাওয়ার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনটে অবৈধভাবে সরকারি খালের বাঁধ কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ওই বাঁধ কাটার কারণে বর্ষা মৌসুমে পেঁচিবাড়ি-ফড়িংহাটা খালের পাড় উপচে কৃষিজমিতে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে (পাউবো) পেঁচিবাড়ি থেকে ফড়িংহাটা গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুনর্খননকাজ শুরু করা হয়। ওই খাল খনন করে সেই মাটি দিয়ে খালের দুই পাশে উচু বাঁধ (পাড়) তৈরির মাধ্যমে ২০২০ সালে কাজ শেষ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকা। এই খালের পানি দিয়ে স্থানীয় কৃষকেরা আবাদি জমিতে সেচের চাহিদা পূরণ করেন।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকারিয়া হাবিব ও তাঁর সহযোগীরা চার দিন ধরে ওই খালের বিশ্ব হরিগাছা অংশ থেকে খননযন্ত্র দিয়ে বাঁধের মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছেন। মাটি কাটার ফলে উঁচু বাঁধ সমতলভূমিতে পরিণত হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) নুরুল আমিন ছয় মাসের প্রশিক্ষণে উপজেলার বাইরে আছেন। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব অবৈধভাবে বাঁধ কেটে মাটি বিক্রি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, খাল পুনর্খনন করায় তাঁরা ফসলি জমিতে সেচ সুবিধা পেয়েছেন। কিন্তু বাঁধ কেটে মাটি বিক্রি করায় জমির সঙ্গে পাড় সমান হয়ে যাচ্ছে। এতে খালের পানি পাড় উপচে জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতি হবে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব বলেন, ‘আমার নাম ভেঙে কে বা কারা খালের বাঁধ কেটে মাটি বিক্রি করছে, তা জানা নেই। তবে ওই বাঁধ কেটে মাটি বিক্রির সঙ্গে আমি জড়িত না। তারপরও আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
খাল থেকে বাঁধের মাটি ক্রেতা এমভিসি ব্রিকসের (ইটভাটা) ব্যবস্থাপক নাঈম বাবু বলেন, ‘জাকারিয়া হাবিব নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মাটি কিনে নিয়ে ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করছি।’
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, ‘খালের পাড় কেটে মাটি নিয়ে যাওয়ার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪