Ajker Patrika

নিরাপত্তাকর্মী থেকে সন্ত্রাসী বাহিনীর হোতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ২৫
নিরাপত্তাকর্মী থেকে সন্ত্রাসী বাহিনীর হোতা

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রাজমিস্ত্রি আহমেদ মল্লিকের ছেলে কবির হোসেন। ১৯৯০ সালে ঢাকায় এসে প্রথমে বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ শুরু করেন। পরে গাড়িচালক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। ২০১০ সালে ‘গাংচিল’ নামে একটি সন্ত্রাসী বাহিনীতে যোগ দেন তিনি। শুরু করেন তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে মালবাহী নৌকা ও ট্রলারে চাঁদাবাজি। ২০১৬ সালে কবির বাহিনী নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। এলাকার বখে যাওয়া তরুণদের ভেড়ান সেই দলে। মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার থেকে শুরু করে খুনখারাবির মতো গুরুতর অপরাধেও জড়িত এই দলের সদস্যরা।

গত বৃহস্পতিবার রাতে সাত সহযোগী এবং অস্ত্রসহ র‍্যাব-২-এর হাতে ধরা পড়েছেন কবির। গতকাল শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডার খন্দকার আল মঈন।

কবিরের সঙ্গে গ্রেপ্তার হওয়া তাঁর সহযোগীরা হলেন রুবেল ওরফে পানি রুবেল, আমির হোসেন ওরফে আব্দুল হামিদ, মামুন, রিয়াজ, মেহেদী হাসান, মামুন ওরফে পেটকাটা মামুন এবং বিল্লাল। তাদের কাছ থেকে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র এবং ৪১৭ ইয়াবা জব্দ করা হয়।

কমান্ডার মঈন জানান, গত মাসে মোহাম্মদপুর থেকে একটি কিশোর গ্যাংয়ের কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এরই ধারাবাহিকতায় কবির বাহিনীর হোতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত