Ajker Patrika

কুমিল্লা মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩
কুমিল্লা মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে এই সভা হয়। সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নাঈম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।

কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী।

সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সহসম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, মো. এহসানুল হক, মো. শাহাদাত হোসেন, মো. জসিম উদ্দিন, মো. রাকিব উদ্দিন, মোহাম্মদ ইসমাইল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে নাঈম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যই যুবলীগের উদ্দেশ্য। যুবলীগের কর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি আবারও মাথাছাড়া দিয়ে উঠছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত