Ajker Patrika

‘দ্বিধাবিভক্ত নয় গণফোরাম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৪৬
‘দ্বিধাবিভক্ত নয় গণফোরাম’

গণফোরাম দ্বিধাবিভক্ত নয় বলে দাবি করেছেন সংগঠনটির একাংশের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈয়িদ। আগামী ৩ ডিসেম্বর তাদের নেতৃত্বাধীন অংশের কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে নবসূচনা ঘটনোর আহ্বান জানিয়েছেন সাবেক এই তথ্যমন্ত্রী।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণফোরামের একাংশের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সংবাদ সম্মেলনে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘ড. কামাল হোসেনসহ সব নেতা-কর্মীকে কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছি। নেতা-কর্মীদের সব দ্বন্দ্ব-বিভেদ ভুলে কাউন্সিল সফল করার আহ্বান জানাচ্ছি। আগামী কাউন্সিলে গণফোরামের যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, উপস্থিত থাকবে এবং কাউন্সিল পরবর্তী কমিটির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, তারাই গণফোরামের প্রতিনিধিত্ব করবে।’

সংবাদ সম্মেলনে বক্তারা মানবিক কারণে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত