Ajker Patrika

লাফিয়ে পড়ে ছাত্রের আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৩০
লাফিয়ে পড়ে ছাত্রের আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির চারতলা থেকে লাফিয়ে সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জিনতলা পল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। সাব্বির জিনতলা পল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

বাড়ির টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়িতে কাজ করছিলাম। এ সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে বাইরে বের হয়ে জানতে পারি সাব্বির চারতলা থেকে লাফ দিয়েছেন। পরে আমরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি রেখেছেন।’

সাব্বিরের কয়েকজন বন্ধু জানান, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক। তবে কিছুদিন ধরে তাঁদের মনোমালিন্য চলছে। তাঁদের ধারণা, এ কারণেই সাব্বির আত্মহত্যার অপচেষ্টা করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টার দিকে কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁরা জানান, সাব্বির চার তলার ছাদ থেকে লাফ দিয়েছেন। তবে শরীর ও মুখে বেশ কয়েকটি আঁচড় ও কাটা ছেঁড়ার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত