Ajker Patrika

রাধিকার বলিউড সফর

রাধিকার বলিউড সফর

‘মেরে আশিকি তুমসে হি’ সিরিয়াল দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন রাধিকা মদন। ২০১৮ সালে বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘পাঠাকা’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। এরপর সিনেমাতেই থিতু হয়েছেন রাধিকা। অভিনয় করেছেন ‘মরদ কা দরদ নেহি হোতা’, ‘আংরেজি মিডিয়াম’, ‘সিদ্ধত’সহ কয়েকটি সিনেমায়।

শুক্রবার মুক্তি পেল রাধিকা মদন অভিনীত নতুন সিনেমা ‘কুত্তে’। বানিয়েছেন নির্মাতা বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ। ডার্ক কমেডি ঘরানার ‘কুত্তে’ সিনেমায় রাধিকা মদনের নায়ক অর্জুন কাপুর।

সিনেমাটি নিয়ে রাধিকা মদন বলেন, ‘সিনেমার নাম শুনে দর্শকের মনে যে অনুভূতি আসছে, সিনেমায় আমাদের চরিত্রগুলো ঠিক সে রকম। একটা কুকুরের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অনেক রকমের হয়। এই সিনেমায় আমাদের চরিত্রের মধ্য দিয়ে সেসব ফুটে উঠবে।’ তবে মুক্তির প্রথম দিনে ‘কুত্তে’র আয় অত সন্তোষজনক নয়। প্রথম দিন সমগ্র ভারতে সিনেমাটি ব্যবসা করেছে ১ কোটি রুপির কিছুটা বেশি। দ্বিতীয় ও তৃতীয় দিনে বক্স অফিসে বড় কোনো সাফল্য না এলে ‘কুত্তে’ও ঢুকে যাবে বছরের ফ্লপ সিনেমার তালিকায়। রাধিকা এখন তাকিয়ে আছেন সুরিয়া অভিনীত তামিল সিনেমা ‘সরুরাই পত্রু’র হিন্দি রিমেকের দিকে। তামিল সিনেমাটি দারুণ ব্যবসা করেছিল। হিন্দি রিমেকও দর্শক আগ্রহ নিয়ে দেখবেন, এমনই আশা রাধিকার। এতে অক্ষয় কুমারের নায়িকা হয়েছেন রাধিকা।

বলিউডে নিয়মিত হয়েও ছোট পর্দার জার্নি ভুলে যাননি অভিনেত্রী। বরং মনে করেন, ছোট পর্দাই তাঁর ক্যারিয়ারের ভিত গড়ে দিয়েছে। রাধিকা বলেন, ‘যখন টিভি ছেড়েছিলাম সেই সময়টা মোটেও সহজ ছিল না। কিন্তু আমি আমার স্বপ্নটা জানতাম। তাই বড় পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিই। তবে আমি বিশ্বাস করি, ক্যারিয়ার শুরু করার জন্য টেলিভিশনের চেয়ে ভালো মঞ্চ আর কিছুই হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত