নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীতে কবিরাজি চিকিৎসা ও গুপ্তধন পাওয়ার লোভ দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইব্রাহিম হোসেন (৪২) নামের এক ভুয়া কবিরাজকে আটক করেছে র্যাব-৭। গত মঙ্গলবার রাতে হালিশহর থানার বউবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। অভিযুক্ত ইব্রাহিম মধ্যম রামপুরা এলাকার বাসিন্দা।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রতারক ইব্রাহিম কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক, কখনো তান্ত্রিক পরিচয়ে স্বর্ণমুদ্রা, স্বর্ণের ঘটিবাটিসহ বিভিন্ন জিনিস দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
এ ছাড়া প্রতারণার মাধ্যমে তাবিজ পানি পড়াসহ বিভিন্ন কৌশলের মাধ্যমে অসহায় নারীদের নিয়ে এসে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরি করে ও প্রতারণার মাধ্যমে টাকা ছিনিয়ে নেয়। আটকের পর ইব্রাহিম এসব অপরাধের কথা স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ফারহাদুল ইসলাম (১৯) নামে এক যুবক দীর্ঘসময় মানসিক রোগে ভুগছিলেন। এক প্রতিবেশী ভুক্তভোগী পরিবারের কাছে ইব্রাহিম কবিরাজের নাম বলেন। এ সময় ভুক্তভোগী পরিবার ওই কবিরাজের সঙ্গে দেখা করেন।
পরবর্তী সময়ে ইব্রাহিম (৪২) ভুক্তভোগীকে তাঁর বাসায় আসতে বলেন। তাঁকে কিছু তাবিজ ও পানি পড়া দিয়ে বলেন, তাঁর ভাগ্যে বহু মূল্যবান গুপ্তধন রয়েছে। এসব গুপ্তধন উদ্ধার করতে কিছু টাকা খরচ করতে হবে। পরে বিভিন্ন সময় ভুক্তভোগীর পরিবার ওই কবিরাজকে ৫ লাখ ৯০ হাজার টাকা তুলে দেন।
এ সময় কিছু টাকা তাঁর কথিত আসনের চারপাশে রেখে জানান যে, গুপ্তধন কোথায় আছে তা জানার সঙ্গে সঙ্গে ভিকটিমের পরিবারকে সঙ্গে নিয়ে উদ্ধার করে বুঝিয়ে দেবেন। এরপর থেকে প্রতারক ইব্রাহিম গুপ্তধন উদ্ধারের জন্য কালক্ষেপণ করতে থাকেন।
কিছুদিন পর ভুক্তভোগী বাড়ির পাশে খোলা মাঠ খনন করে একটি থালা, একটি ছোট মূর্তি ও তিনটি পিতলের ঘটি বের করে গুপ্তধন পাওয়া গেছে বলে ধৈর্য ধরলে আরও পাওয়া যাবে বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন।
গত মঙ্গলবার ভুক্তভোগী পরিবার কবিরাজের বাসায় গিয়ে তাঁদের দেওয়া টাকা ফেরত চায়। এ সময় প্রতারক ইব্রাহিম তাঁদের বেঁধে রাখতে লোকজন ডাকে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া র্যাবের একটি টহল দলকে বিষয়টি জানানো হয়। পরে ওই প্রতারককে আটক করা হয়।
নগরীতে কবিরাজি চিকিৎসা ও গুপ্তধন পাওয়ার লোভ দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইব্রাহিম হোসেন (৪২) নামের এক ভুয়া কবিরাজকে আটক করেছে র্যাব-৭। গত মঙ্গলবার রাতে হালিশহর থানার বউবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। অভিযুক্ত ইব্রাহিম মধ্যম রামপুরা এলাকার বাসিন্দা।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রতারক ইব্রাহিম কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক, কখনো তান্ত্রিক পরিচয়ে স্বর্ণমুদ্রা, স্বর্ণের ঘটিবাটিসহ বিভিন্ন জিনিস দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
এ ছাড়া প্রতারণার মাধ্যমে তাবিজ পানি পড়াসহ বিভিন্ন কৌশলের মাধ্যমে অসহায় নারীদের নিয়ে এসে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরি করে ও প্রতারণার মাধ্যমে টাকা ছিনিয়ে নেয়। আটকের পর ইব্রাহিম এসব অপরাধের কথা স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ফারহাদুল ইসলাম (১৯) নামে এক যুবক দীর্ঘসময় মানসিক রোগে ভুগছিলেন। এক প্রতিবেশী ভুক্তভোগী পরিবারের কাছে ইব্রাহিম কবিরাজের নাম বলেন। এ সময় ভুক্তভোগী পরিবার ওই কবিরাজের সঙ্গে দেখা করেন।
পরবর্তী সময়ে ইব্রাহিম (৪২) ভুক্তভোগীকে তাঁর বাসায় আসতে বলেন। তাঁকে কিছু তাবিজ ও পানি পড়া দিয়ে বলেন, তাঁর ভাগ্যে বহু মূল্যবান গুপ্তধন রয়েছে। এসব গুপ্তধন উদ্ধার করতে কিছু টাকা খরচ করতে হবে। পরে বিভিন্ন সময় ভুক্তভোগীর পরিবার ওই কবিরাজকে ৫ লাখ ৯০ হাজার টাকা তুলে দেন।
এ সময় কিছু টাকা তাঁর কথিত আসনের চারপাশে রেখে জানান যে, গুপ্তধন কোথায় আছে তা জানার সঙ্গে সঙ্গে ভিকটিমের পরিবারকে সঙ্গে নিয়ে উদ্ধার করে বুঝিয়ে দেবেন। এরপর থেকে প্রতারক ইব্রাহিম গুপ্তধন উদ্ধারের জন্য কালক্ষেপণ করতে থাকেন।
কিছুদিন পর ভুক্তভোগী বাড়ির পাশে খোলা মাঠ খনন করে একটি থালা, একটি ছোট মূর্তি ও তিনটি পিতলের ঘটি বের করে গুপ্তধন পাওয়া গেছে বলে ধৈর্য ধরলে আরও পাওয়া যাবে বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন।
গত মঙ্গলবার ভুক্তভোগী পরিবার কবিরাজের বাসায় গিয়ে তাঁদের দেওয়া টাকা ফেরত চায়। এ সময় প্রতারক ইব্রাহিম তাঁদের বেঁধে রাখতে লোকজন ডাকে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া র্যাবের একটি টহল দলকে বিষয়টি জানানো হয়। পরে ওই প্রতারককে আটক করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫