এগিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনী আবহে সেজে উঠছে ঢাকাই ছবির প্রাণকেন্দ্র বিএফডিসি। ২৮ জানুয়ারি হবে ভোটগ্রহণ। তার আগে প্যানেল গোছানোর প্রস্তুতিতে মেতেছেন প্রার্থীরা। কোন শিল্পী কোন প্যানেলে ভিড়বেন—এ নিয়ে বাড়ছে জোর জল্পনা।
২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার খবরে কয়েক মাস ধরেই আলোচনায় ছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৮৯-৯০ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে আবারও নতুন প্যানেল নিয়ে ফিরছেন কাঞ্চন। তাঁর সঙ্গে জোট বেঁধেছেন চিত্রনায়িকা নিপুণ।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘খবরটি নিশ্চিত। আমি নির্বাচনে অংশ নিচ্ছি। চলচ্চিত্রের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়ে সেই দূরত্ব দূর করব।’
এই প্যানেলে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ। এ প্যানেলে ফেরদৌস, রিয়াজ, ইমনও থাকবেন। তবে কে কোন পদে প্রার্থী হবেন—সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো।
অন্যদিকে বিদায়ী কমিটির অনেকেই পুনরায় নির্বাচন করবেন বলে জানা গেছে। বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান লড়বেন একই পদে। তাঁদের প্যানেলে সহসভাপতি পদে লড়বেন অভিনেতা ডিপজল ও রুবেল। প্যানেলের বাকি সদস্যদের তালিকা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জায়েদ খান।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এ ছাড়া দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন থাকবেন আপিল বোর্ডের সদস্য হিসেবে।
এগিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনী আবহে সেজে উঠছে ঢাকাই ছবির প্রাণকেন্দ্র বিএফডিসি। ২৮ জানুয়ারি হবে ভোটগ্রহণ। তার আগে প্যানেল গোছানোর প্রস্তুতিতে মেতেছেন প্রার্থীরা। কোন শিল্পী কোন প্যানেলে ভিড়বেন—এ নিয়ে বাড়ছে জোর জল্পনা।
২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার খবরে কয়েক মাস ধরেই আলোচনায় ছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৮৯-৯০ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে আবারও নতুন প্যানেল নিয়ে ফিরছেন কাঞ্চন। তাঁর সঙ্গে জোট বেঁধেছেন চিত্রনায়িকা নিপুণ।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘খবরটি নিশ্চিত। আমি নির্বাচনে অংশ নিচ্ছি। চলচ্চিত্রের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়ে সেই দূরত্ব দূর করব।’
এই প্যানেলে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ। এ প্যানেলে ফেরদৌস, রিয়াজ, ইমনও থাকবেন। তবে কে কোন পদে প্রার্থী হবেন—সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো।
অন্যদিকে বিদায়ী কমিটির অনেকেই পুনরায় নির্বাচন করবেন বলে জানা গেছে। বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান লড়বেন একই পদে। তাঁদের প্যানেলে সহসভাপতি পদে লড়বেন অভিনেতা ডিপজল ও রুবেল। প্যানেলের বাকি সদস্যদের তালিকা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জায়েদ খান।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এ ছাড়া দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন থাকবেন আপিল বোর্ডের সদস্য হিসেবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪