Ajker Patrika

নারকেল তেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১০: ১৩
নারকেল তেল

সব প্রসাধনীর মেয়াদ থাকে। বোতলের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। মেয়াদ শেষ হওয়ার পর সেই প্রসাধনী আর ব্যবহার করা উচিত নয়। নারকেল তেলের বেলায়ও একই ব্যাপার। কিন্তু ত্বক বা চুলে ব্যবহার করা না গেলেও মেয়াদ শেষ হয়ে যাওয়া নারকেল তেল গৃহস্থালির অনেক কাজেই ব্যবহার করা যায়।

  • চামড়ার আসবাব পরিচ্ছন্ন ও পলিশ করার কাজে ব্যবহার করুন।
  • কাঠের চামচ, কাঠের হ্যান্ডেল দীর্ঘদিন ভালো রাখতে এই নারকেল তেল ব্যবহার করুন।
  • ছুরি, বঁটি প্রভৃতির উজ্জ্বলতা বজায় রাখতে পুরোনো নারকেল তেল ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
  • তেলের প্রদীপের জ্বালানি হিসেবে পুরোনো নারকেল তেল ব্যবহার করুন।
  • চামড়ার টেবিল ক্লথ দীর্ঘদিন ভালো রাখতে নারকেল তেল দিয়ে মুছে নিতে পারেন। এতে পানি পড়ে টেবিল ক্লথ নষ্ট হবে না।
  • দরজার কবজার জ্যাম খোলার জন্য পুরোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...