Ajker Patrika

রোপা আমনের চারা বেচা কেনায় ব্যস্ত কৃষকেরা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬: ০৩
রোপা আমনের চারা বেচা কেনায় ব্যস্ত কৃষকেরা

ফরিদপুরের মধুখালীতে রোপা আমনের চারা বেচাকেনা এবং রোপণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গত সোমবার উপজেলা সদর ও কামারখালী হাটে ধানের চারা সংগ্রহ করতে দেখা গেছে তাঁদের। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

গতকাল মধুখালী হাটে দেখা গেছে, কৃষকেরা এক আঁটি চারা কিনছেন ৩০০ থেকে ৫০০ টাকায়।

কৃষকেরা জানান, এ মৌসুমে উপজেলায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় তাঁরা সেচের মাধ্যমে ধীরে ধীরে চারা রোপণ করেছেন। বৃষ্টি বেশি হলেই পাট কেটে চারা রোপণ করতে পারবেন।

মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামের চাষি আব্দুল হাই বাশি বলেন, জমিতে পানির স্বল্পতা থাকলেও ডিজেলচালিত শ্যালোমেশিন দিয়ে জমিতে পানি দিয়ে রোপা আমন ধানের চারা রোপণ করছি।

মধুখালী হাটে রোপা আমন ধানের চারা বিক্রি করতে আসা ছমির মোল্লা বলেন, রোপা আমন ধানের চারা বিক্রি করে ভালো দাম পাচ্ছি, প্রতিদিন জমি থেকে তুলে বিভিন্ন হাটে রোপা আমন ধানের চারা বিক্রি করছি।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে ইতিমধ্যে ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। বীজতলা করা হয়েছে ৪৩০ হেক্টর। সেপ্টেম্বর মাস ধরে রোপা আমনের বীজ রোপণ করা যাবে। তিনি আরও জানান, চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৬৪০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ৫ হাজার ৩৮ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত