মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে রোপা আমনের চারা বেচাকেনা এবং রোপণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গত সোমবার উপজেলা সদর ও কামারখালী হাটে ধানের চারা সংগ্রহ করতে দেখা গেছে তাঁদের। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
গতকাল মধুখালী হাটে দেখা গেছে, কৃষকেরা এক আঁটি চারা কিনছেন ৩০০ থেকে ৫০০ টাকায়।
কৃষকেরা জানান, এ মৌসুমে উপজেলায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় তাঁরা সেচের মাধ্যমে ধীরে ধীরে চারা রোপণ করেছেন। বৃষ্টি বেশি হলেই পাট কেটে চারা রোপণ করতে পারবেন।
মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামের চাষি আব্দুল হাই বাশি বলেন, জমিতে পানির স্বল্পতা থাকলেও ডিজেলচালিত শ্যালোমেশিন দিয়ে জমিতে পানি দিয়ে রোপা আমন ধানের চারা রোপণ করছি।
মধুখালী হাটে রোপা আমন ধানের চারা বিক্রি করতে আসা ছমির মোল্লা বলেন, রোপা আমন ধানের চারা বিক্রি করে ভালো দাম পাচ্ছি, প্রতিদিন জমি থেকে তুলে বিভিন্ন হাটে রোপা আমন ধানের চারা বিক্রি করছি।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে ইতিমধ্যে ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। বীজতলা করা হয়েছে ৪৩০ হেক্টর। সেপ্টেম্বর মাস ধরে রোপা আমনের বীজ রোপণ করা যাবে। তিনি আরও জানান, চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৬৪০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ৫ হাজার ৩৮ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ।
ফরিদপুরের মধুখালীতে রোপা আমনের চারা বেচাকেনা এবং রোপণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গত সোমবার উপজেলা সদর ও কামারখালী হাটে ধানের চারা সংগ্রহ করতে দেখা গেছে তাঁদের। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
গতকাল মধুখালী হাটে দেখা গেছে, কৃষকেরা এক আঁটি চারা কিনছেন ৩০০ থেকে ৫০০ টাকায়।
কৃষকেরা জানান, এ মৌসুমে উপজেলায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় তাঁরা সেচের মাধ্যমে ধীরে ধীরে চারা রোপণ করেছেন। বৃষ্টি বেশি হলেই পাট কেটে চারা রোপণ করতে পারবেন।
মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামের চাষি আব্দুল হাই বাশি বলেন, জমিতে পানির স্বল্পতা থাকলেও ডিজেলচালিত শ্যালোমেশিন দিয়ে জমিতে পানি দিয়ে রোপা আমন ধানের চারা রোপণ করছি।
মধুখালী হাটে রোপা আমন ধানের চারা বিক্রি করতে আসা ছমির মোল্লা বলেন, রোপা আমন ধানের চারা বিক্রি করে ভালো দাম পাচ্ছি, প্রতিদিন জমি থেকে তুলে বিভিন্ন হাটে রোপা আমন ধানের চারা বিক্রি করছি।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে ইতিমধ্যে ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। বীজতলা করা হয়েছে ৪৩০ হেক্টর। সেপ্টেম্বর মাস ধরে রোপা আমনের বীজ রোপণ করা যাবে। তিনি আরও জানান, চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৬৪০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ৫ হাজার ৩৮ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫