সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়েই বেশ কয়েকটি হাওরের বোরো ফসল তলিয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৩০টি হাওরের ফসল। যেকোনো সময় সেগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নজিরবিহীন অনিয়মের কারণে কৃষকদের এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল। গতকাল বুধবার নগরের আম্বরখানায় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় অলিউর রহমান চৌধুরী বকুল সোনার ফসল রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫২টি হাওরে ২ লাখ ২২ হাজার ৬৯৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এ বছর জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টন। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা ছিল কৃষকদের। কিন্তু নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় ২ এপ্রিল বাঁধ ভেঙে তলিয়ে যায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। ৪ এপ্রিল শাল্লা, ছাতক ও সুনামগঞ্জের কয়েকটি হাওর এবং সর্বশেষ ৫ এপ্রিল বিকেলে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর তলিয়ে যায়। অকালেই ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা।
অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত কমিটি জেলার ৪১ টির বেশি হাওরে ৭২৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো বাঁধেরই কাজ শতভাগ শেষ হয়নি। শতকোটি টাকার প্রকল্পে শুরু থেকেই কোনো মনিটরিং করা হয়নি।
সংবাদ সম্মেলনে অলিউর রহমান চৌধুরী বকুল আরও বলেন, নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় জেলার মাটিয়ান হাওর, শনির হাওর, দেখার হাওর, জামখলা হাওর, কাচিভাঙ্গা হাওর, সাংহাই হাওর, খাই হাওর, নান্দাইর হাওর, মাচুখালি হাওর, চাওলির হাওর, খরচার হাওর, আঙ্গুর আলীর হাওর, পুটিয়ার হাওর, হালির হাওরসহ ৩০ টির অধিক হাওরে কৃষকদের সোনার ফসল আজ হুমকির মুখে। যেকোনো সময় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমুখ।
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়েই বেশ কয়েকটি হাওরের বোরো ফসল তলিয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৩০টি হাওরের ফসল। যেকোনো সময় সেগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নজিরবিহীন অনিয়মের কারণে কৃষকদের এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল। গতকাল বুধবার নগরের আম্বরখানায় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় অলিউর রহমান চৌধুরী বকুল সোনার ফসল রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫২টি হাওরে ২ লাখ ২২ হাজার ৬৯৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এ বছর জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টন। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা ছিল কৃষকদের। কিন্তু নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় ২ এপ্রিল বাঁধ ভেঙে তলিয়ে যায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। ৪ এপ্রিল শাল্লা, ছাতক ও সুনামগঞ্জের কয়েকটি হাওর এবং সর্বশেষ ৫ এপ্রিল বিকেলে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর তলিয়ে যায়। অকালেই ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা।
অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত কমিটি জেলার ৪১ টির বেশি হাওরে ৭২৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো বাঁধেরই কাজ শতভাগ শেষ হয়নি। শতকোটি টাকার প্রকল্পে শুরু থেকেই কোনো মনিটরিং করা হয়নি।
সংবাদ সম্মেলনে অলিউর রহমান চৌধুরী বকুল আরও বলেন, নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় জেলার মাটিয়ান হাওর, শনির হাওর, দেখার হাওর, জামখলা হাওর, কাচিভাঙ্গা হাওর, সাংহাই হাওর, খাই হাওর, নান্দাইর হাওর, মাচুখালি হাওর, চাওলির হাওর, খরচার হাওর, আঙ্গুর আলীর হাওর, পুটিয়ার হাওর, হালির হাওরসহ ৩০ টির অধিক হাওরে কৃষকদের সোনার ফসল আজ হুমকির মুখে। যেকোনো সময় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫