Ajker Patrika

জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝে প্রকল্প নিতে হবে গ্রামে

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১৭: ৪২
Thumbnail image

‘জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ধরন পাল্টেছে। তাই গ্রামীণ উন্নয়নের যেকোনো প্রকল্প এ বিষয়টি খেয়াল রেখেই করতে হবে। তাহলে প্রকল্প টেকসই হবে। টাকার অপচয় হবে না।’ রাজশাহীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক কর্মশালায় কর্মকর্তারা এ কথা বলেছেন।

গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগের এলজিইডির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম্প) মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) আয়োজনে এই কর্মশালা হয়। সকালে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক এ কে এম লুৎফর রহমান এর উদ্বোধন করেন।

প্রকল্পের পরিচালক জসিম উদ্দিন তাঁর স্বাগত বক্তব্যে এই প্রকল্প প্রস্তুতের সময় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সদিচ্ছার কথা তুলে ধরেন। তিনি ক্রিলিক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেন। এ সময় তাঁকে সহায়তা করেন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম লৎফর রহমান তাঁর উদ্বোধনী বক্তব্যে রাজশাহী বিভাগের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও দুর্যোগপূর্ণ অবস্থার কথা তুলে ধরে পরিকল্পনা, ডিজাইন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে জলবায়ু সহিষ্ণুতার অন্তর্ভুক্তি, জ্ঞান ব্যবস্থাপনা, মানসিকতার উন্নয়ন ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে এক লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এলজিইডির রাজশাহী বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম কবির।

রাজশাহী বিভাগের ৩টি অঞ্চলের অধীনে আট জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলীসহ মোট ৭৩ জন প্রকৌশলী দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত