সাবিত আল হাসান, বন্দর (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া-পঞ্চবটি সড়কটি রেললাইন পার হওয়ার পরই সরু হয়ে গেছে। এর একমাত্র কারণ চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাকবাংলো। দুটি স্থাপনা এবং পাঁচটি সড়কের মোড় হওয়ায় চলাচলে বাধার সম্মুখীন হয় যানবাহন। ব্যস্ততম এই সড়ক প্রশস্ত করার জন্য স্থাপনা দুটি সরিয়ে নেওয়ার দাবি দীর্ঘদিনের। তবে সংশ্লিষ্টরা রয়েছেন সড়কের কাজ শুরুর অপেক্ষায়।ডাকবাংলোর সামনে মিলিত হয়েছে পাঁচটি সড়ক। সড়কগুলো হচ্ছে পঞ্চবটি থেকে চাষাঢ়া, কলেজ রোড, জামতলা থেকে ডাকবাংলো, ইসদাইর থেকে ডাকবাংলো ও চাষাঢ়া থেকে পঞ্চবটি। এই মোড়ের কাছেই রয়েছে সরকারি তোলারাম ও সরকারি মহিলা কলেজ। এ ছাড়া বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের যাতায়াত থাকে সকাল থেকে রাত পর্যন্ত। পথ পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা।
গত শুক্রবার এই মোড়ে রিকশাকে ধাক্কা দিয়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটায় ইটবোঝাই একটি ট্রাক। এমন মৃত্যুতে পুরো শহরই হয়ে পড়েছিল শোকাহত। এরপর আবারও দাবি ওঠে সড়কটি নিরাপদ করার। ডাকবাংলো মোড়ে গতিরোধক স্থাপন, বাড়তি ট্র্যাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি পুরোনো পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সরিয়ে দেওয়ার দাবি ওঠে।
দুর্ঘটনার পর থেকে শহরজুড়ে দুটি সংগঠন মানববন্ধন করেছে। তাদের দাবিতেও ছিল ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার। এ ছাড়া বেশ কয়েকটি সংগঠন বিবৃতিও প্রকাশ করেছে একই দাবিতে। নতুন করে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি স্থাপনা সরিয়ে নিতে অবস্থান কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
মর্মান্তিক দুর্ঘটনার পর ১১ ডিসেম্বর চাষাঢ়া শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সে সময় ছাত্রনেতারা বলেন, সারা দেশে যখন নিরাপদ সড়কের দাবি উঠছে, ঠিক তখনই ডাকবাংলোর সামনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই রাস্তার পাশেই তোলারাম ও সরকারি মহিলা কলেজ। সড়কের একপাশে পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো থাকায় রাস্তা সরু হয়ে যানজট সৃষ্টি হয়। দীর্ঘদিন এসব স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে এলেও তা আমলে নেওয়া হয়নি। অথচ এসবের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তারই সর্বশেষ শিকার বাবা ও মেয়ে।
১২ ডিসেম্বর ডাকবাংলোর পেছনে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই—নিসচা। এতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, ‘আমরা বহু আগেই দাবি তুলেছি এই পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সরিয়ে নিতে। কিন্তু তা নেওয়া হচ্ছে না। গত রোববার আইনশৃঙ্খলা বৈঠকে পুলিশ সুপার রাজি হলেও জেলা পরিষদের চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে পারছেন না।’
ছাত্র ফেডারেশন জেলা কমিটি থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ডাকবাংলো মোড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীর বিচরণ। কিন্তু দুর্ভাগ্যজনক এই ব্যস্ততম সড়কে নিরাপত্তায় ন্যূনতম কোনো ব্যবস্থা চোখে পড়ে না। দুটি সরকারি স্থাপনার কারণে সড়ক সরু হয়ে আসায় যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।’
একই বিষয়ে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন বলেন, ‘ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি ভেঙে ফেলার দাবি দীর্ঘদিনের। কেন জেলা পরিষদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না তা বোধগম্য নয়। আমরা আবারও দাবি জানাব দ্রুত যেন স্থাপনা দুটি সরিয়ে সড়ককে নিরাপদ করে তোলা হয়।’
চাষাঢ়া পুলিশ ফাঁড়ির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ফাঁড়ির নকশা সড়কের বর্তমান স্থান থেকে ৬০ ফুট ভেতরে। ফলে সড়ক ও জনপথ বিভাগ যখন জায়গা চাইবে, তখনই ছেড়ে দেওয়া হবে। আমরা রাস্তার জন্য ফাঁড়ির অংশ ছেড়ে দিতে প্রস্তুত আছি।’
ডাকবাংলো সরিয়ে নেওয়ার বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদের বহু জায়গা সিটি করপোরেশন রাস্তা বানিয়েছে। আমরা জনস্বার্থে আমাদের জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। নারায়ণগঞ্জ শহরের বহু রাস্তা সরু। শুধু ডাকবাংলো ভেঙে দিলেই কি সমাধান হয়ে যাবে? তার আগে তো রাস্তার কাজ ধরতে হবে। রাস্তার যদি কাজ শুরু হয়, আর তখন যদি ডাকবাংলোর জায়গা প্রয়োজন হয়, তবে আমরা ভেঙে দেব।’
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া-পঞ্চবটি সড়কটি রেললাইন পার হওয়ার পরই সরু হয়ে গেছে। এর একমাত্র কারণ চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাকবাংলো। দুটি স্থাপনা এবং পাঁচটি সড়কের মোড় হওয়ায় চলাচলে বাধার সম্মুখীন হয় যানবাহন। ব্যস্ততম এই সড়ক প্রশস্ত করার জন্য স্থাপনা দুটি সরিয়ে নেওয়ার দাবি দীর্ঘদিনের। তবে সংশ্লিষ্টরা রয়েছেন সড়কের কাজ শুরুর অপেক্ষায়।ডাকবাংলোর সামনে মিলিত হয়েছে পাঁচটি সড়ক। সড়কগুলো হচ্ছে পঞ্চবটি থেকে চাষাঢ়া, কলেজ রোড, জামতলা থেকে ডাকবাংলো, ইসদাইর থেকে ডাকবাংলো ও চাষাঢ়া থেকে পঞ্চবটি। এই মোড়ের কাছেই রয়েছে সরকারি তোলারাম ও সরকারি মহিলা কলেজ। এ ছাড়া বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের যাতায়াত থাকে সকাল থেকে রাত পর্যন্ত। পথ পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা।
গত শুক্রবার এই মোড়ে রিকশাকে ধাক্কা দিয়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটায় ইটবোঝাই একটি ট্রাক। এমন মৃত্যুতে পুরো শহরই হয়ে পড়েছিল শোকাহত। এরপর আবারও দাবি ওঠে সড়কটি নিরাপদ করার। ডাকবাংলো মোড়ে গতিরোধক স্থাপন, বাড়তি ট্র্যাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি পুরোনো পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সরিয়ে দেওয়ার দাবি ওঠে।
দুর্ঘটনার পর থেকে শহরজুড়ে দুটি সংগঠন মানববন্ধন করেছে। তাদের দাবিতেও ছিল ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার। এ ছাড়া বেশ কয়েকটি সংগঠন বিবৃতিও প্রকাশ করেছে একই দাবিতে। নতুন করে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি স্থাপনা সরিয়ে নিতে অবস্থান কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
মর্মান্তিক দুর্ঘটনার পর ১১ ডিসেম্বর চাষাঢ়া শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সে সময় ছাত্রনেতারা বলেন, সারা দেশে যখন নিরাপদ সড়কের দাবি উঠছে, ঠিক তখনই ডাকবাংলোর সামনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই রাস্তার পাশেই তোলারাম ও সরকারি মহিলা কলেজ। সড়কের একপাশে পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো থাকায় রাস্তা সরু হয়ে যানজট সৃষ্টি হয়। দীর্ঘদিন এসব স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে এলেও তা আমলে নেওয়া হয়নি। অথচ এসবের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তারই সর্বশেষ শিকার বাবা ও মেয়ে।
১২ ডিসেম্বর ডাকবাংলোর পেছনে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই—নিসচা। এতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, ‘আমরা বহু আগেই দাবি তুলেছি এই পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সরিয়ে নিতে। কিন্তু তা নেওয়া হচ্ছে না। গত রোববার আইনশৃঙ্খলা বৈঠকে পুলিশ সুপার রাজি হলেও জেলা পরিষদের চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে পারছেন না।’
ছাত্র ফেডারেশন জেলা কমিটি থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ডাকবাংলো মোড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীর বিচরণ। কিন্তু দুর্ভাগ্যজনক এই ব্যস্ততম সড়কে নিরাপত্তায় ন্যূনতম কোনো ব্যবস্থা চোখে পড়ে না। দুটি সরকারি স্থাপনার কারণে সড়ক সরু হয়ে আসায় যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।’
একই বিষয়ে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন বলেন, ‘ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি ভেঙে ফেলার দাবি দীর্ঘদিনের। কেন জেলা পরিষদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না তা বোধগম্য নয়। আমরা আবারও দাবি জানাব দ্রুত যেন স্থাপনা দুটি সরিয়ে সড়ককে নিরাপদ করে তোলা হয়।’
চাষাঢ়া পুলিশ ফাঁড়ির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ফাঁড়ির নকশা সড়কের বর্তমান স্থান থেকে ৬০ ফুট ভেতরে। ফলে সড়ক ও জনপথ বিভাগ যখন জায়গা চাইবে, তখনই ছেড়ে দেওয়া হবে। আমরা রাস্তার জন্য ফাঁড়ির অংশ ছেড়ে দিতে প্রস্তুত আছি।’
ডাকবাংলো সরিয়ে নেওয়ার বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদের বহু জায়গা সিটি করপোরেশন রাস্তা বানিয়েছে। আমরা জনস্বার্থে আমাদের জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। নারায়ণগঞ্জ শহরের বহু রাস্তা সরু। শুধু ডাকবাংলো ভেঙে দিলেই কি সমাধান হয়ে যাবে? তার আগে তো রাস্তার কাজ ধরতে হবে। রাস্তার যদি কাজ শুরু হয়, আর তখন যদি ডাকবাংলোর জায়গা প্রয়োজন হয়, তবে আমরা ভেঙে দেব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫