Ajker Patrika

১১ বছর পর ইসলামপুর পৌর বিএনপির সম্মেলন আজ

ইসলামপুর প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ৪৩
১১ বছর পর ইসলামপুর পৌর বিএনপির সম্মেলন আজ

জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ রোববার। এক যুগ পর অনুষ্ঠেয় সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। পৌর শহরের ধর্মকুড়া বাজারে আরকে রাইস মিল প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ঢালী। গত শুক্রবার দুপুরে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ পৌর বিএনপির সম্মেলন হয়েছিল ২০১১ সালে। স্থানীয় কোর্ট ভবন চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনে জয়নাল আবেদীন সরকারকে সভাপতি এবং রেজাউল করিম ঢালীকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

এরপর পৌর বিএনপির আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে ২০১৬ সালে সমঝোতায় অনানুষ্ঠানিকভাবে পুনরায় জয়নাল আবেদীন সরকারকে সভাপতি এবং রেজাউল করিম ঢালীকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

এরপর ২০২১ সালের ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক গাউসুল আজম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে রেজাউল করিম ঢালীকে আহ্বায়ক এবং জাকির হোসেনকে সদস্যসচিব করে ইসলামপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পৌর শহরে রাইস মিল প্রাঙ্গণে আজ রবিবার বেলা ১১টায় অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার। পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি থাকবেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। সঞ্চালনায় থাকবেন পৌর বিএনপির সদস্যসচিব জাকির হোসেন।

সরেজমিন দেখা গেছে, সম্মেলন সম্পন্ন করতে চলছে কর্মযজ্ঞ। দীর্ঘ ১২ বছর পর পৌর বিএনপির সম্মেলনে হতে যাওয়ায় সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় পদ-পদবির আশায় কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি ফেরাতে উপজেলা সদর থেকে শুরু করে সম্মেলনস্থল পর্যন্ত নির্মাণ করা বিশাল বিশাল তোরণ। সাঁটানো হয়েছে ফেস্টুন ও ডিজিটাল ব্যানার। ফেস্টুন-ব্যানারে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিসহ সম্মেলন সার্থক ও সফলতা হোক’ ইত্যাদি দাবি-দাওয়া লেখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত