Ajker Patrika

পরিত্যক্ত বাগানে মিলল জাহিদের ঝুলন্ত লাশ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩০
Thumbnail image

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০ দিন পর জাহিদ হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সম্প্রতি সেনাসদস্য হিসেবে চাকরি পান। ৪ ফেব্রুয়ারি তাঁর যোগদানের কথা ছিল। জাহিদকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দরিদ্র বাবা-মা। কিন্তু তাঁর আগেই তিনি নিখোঁজ হন।

নিহত জাহিদের বাবা কৃষক আবুল কালাম জানান, বেলা ১টার দিকে পুলিশের ফোন পেয়ে তাঁরা থানায় আসেন। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রথমে লাশের ছবি দেখে তাঁরা শনাক্ত করতে পারেননি। পরে লাশ দেখে এবং তাঁর ছেলের গায়ে থাকা চাদর ও পায়ের জুতা দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন লাশটি জাহিদের। তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

শোকে মুহ্যমান মা মনোয়ারা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি সেনাসদস্য হিসেবে চাকরিতে যোগদানের কথা ছিল জাহিদের। ছেলেকে ঘিরে ছিল তাঁদের একবুক স্বপ্ন, সব শেষ হয়ে গেল। জাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

জানা যায়, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য নিজ বাসা থেকে বের হন জাহিদ। ওই দিন থেকে নিখোঁজ হন জাহিদ। স্থানীয়দের ধারণা, কোনো এক সময় তাঁকে হত্যা করে রাতের আঁধারে নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত মানবহীন এলাকার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে।

যেখান থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে, সে জায়গার দূরত্ব তাঁর বাড়ি থেকে ৬ কিলোমিটার। অনেকেই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

গজারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তা দেখে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত