গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০ দিন পর জাহিদ হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সম্প্রতি সেনাসদস্য হিসেবে চাকরি পান। ৪ ফেব্রুয়ারি তাঁর যোগদানের কথা ছিল। জাহিদকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দরিদ্র বাবা-মা। কিন্তু তাঁর আগেই তিনি নিখোঁজ হন।
নিহত জাহিদের বাবা কৃষক আবুল কালাম জানান, বেলা ১টার দিকে পুলিশের ফোন পেয়ে তাঁরা থানায় আসেন। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রথমে লাশের ছবি দেখে তাঁরা শনাক্ত করতে পারেননি। পরে লাশ দেখে এবং তাঁর ছেলের গায়ে থাকা চাদর ও পায়ের জুতা দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন লাশটি জাহিদের। তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
শোকে মুহ্যমান মা মনোয়ারা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি সেনাসদস্য হিসেবে চাকরিতে যোগদানের কথা ছিল জাহিদের। ছেলেকে ঘিরে ছিল তাঁদের একবুক স্বপ্ন, সব শেষ হয়ে গেল। জাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।
জানা যায়, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য নিজ বাসা থেকে বের হন জাহিদ। ওই দিন থেকে নিখোঁজ হন জাহিদ। স্থানীয়দের ধারণা, কোনো এক সময় তাঁকে হত্যা করে রাতের আঁধারে নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত মানবহীন এলাকার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে।
যেখান থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে, সে জায়গার দূরত্ব তাঁর বাড়ি থেকে ৬ কিলোমিটার। অনেকেই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গজারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তা দেখে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০ দিন পর জাহিদ হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সম্প্রতি সেনাসদস্য হিসেবে চাকরি পান। ৪ ফেব্রুয়ারি তাঁর যোগদানের কথা ছিল। জাহিদকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দরিদ্র বাবা-মা। কিন্তু তাঁর আগেই তিনি নিখোঁজ হন।
নিহত জাহিদের বাবা কৃষক আবুল কালাম জানান, বেলা ১টার দিকে পুলিশের ফোন পেয়ে তাঁরা থানায় আসেন। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রথমে লাশের ছবি দেখে তাঁরা শনাক্ত করতে পারেননি। পরে লাশ দেখে এবং তাঁর ছেলের গায়ে থাকা চাদর ও পায়ের জুতা দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন লাশটি জাহিদের। তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
শোকে মুহ্যমান মা মনোয়ারা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি সেনাসদস্য হিসেবে চাকরিতে যোগদানের কথা ছিল জাহিদের। ছেলেকে ঘিরে ছিল তাঁদের একবুক স্বপ্ন, সব শেষ হয়ে গেল। জাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।
জানা যায়, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য নিজ বাসা থেকে বের হন জাহিদ। ওই দিন থেকে নিখোঁজ হন জাহিদ। স্থানীয়দের ধারণা, কোনো এক সময় তাঁকে হত্যা করে রাতের আঁধারে নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত মানবহীন এলাকার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে।
যেখান থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে, সে জায়গার দূরত্ব তাঁর বাড়ি থেকে ৬ কিলোমিটার। অনেকেই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গজারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তা দেখে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪