নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। ডিপিএল শেষ হওয়ার পর এবার পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ পাবেন তাঁরা।
সেই ছুটি অবশ্য খুব বেশি লম্বা হচ্ছে না। ঈদের পরপরই তোড়জোড় শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়ে ফেরায় সিরিজটির গুরুত্ব আরও বেড়েছে বৈকি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী সাকিব আল হাসান। গতকাল রাজধানীর একটি আউটলেটে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশের দিন সিরিজ নিয়ে আশাবাদের কথা জানান সাকিব, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। একই সঙ্গে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমার কাছে মনে হয়, আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি।’
আশার মাঝে কিছুটা আশঙ্কাও আছে সাকিবের মনে। আশঙ্কাটা শ্রীলঙ্কা আর বাংলাদেশের কন্ডিশন প্রায় একই রকম হওয়ায়। তারপরও অবশ্য আশা হারাতে চান না সাকিব, ‘শ্রীলঙ্কা আমাদের মতোই এশিয়ার দল হওয়ায় দুই দেশের কন্ডিশন প্রায় একই রকম। তবে আমি আশাবাদী, আমরা সিরিজটা জিততে পারব।’ ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি সারতে তাই ডিপিএলে নতুন দলে নাম লিখিয়ে খেলছেন।
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি শুধু একটি। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে জিতেছিলেন সাকিব-তামিমরা। সেটি অবশ্য লঙ্কানদের মাঠ কলম্বোর পি সারা ওভালে। নিজেদের মাঠে খেলা ৮ টেস্টের ছয়টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র দুটি। এবার ঘরের মাঠে তাই সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। দলে না থাকলেও এবার ইতিহাস বদলাবে বলে বিশ্বাস মাশরাফি বিন মর্তুজারও। গতপরশু ডিপিএলে নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেশের সফলতম এ অধিনায়ক। সাকিবের মতো মাশরাফির বিশ্বাস, ঘরের মাঠে সিরিজ হওয়ায় প্রোটিয়া-দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়াবে দল, ‘সংস্করণ যেটাই হোক, ঘরের মাঠে খেলা হলে আমি সব সময়ই আশাবাদী। নিজেদের মাঠে যেকোনো দলের বিপক্ষে আমরাই ফেবারিট।’
বোর্ড থেকে সমর্থক—সবাই নিজের সঙ্গে একমত হবেন বলেও বিশ্বাস মাশরাফির। তিনি আরও যোগ করেন, ‘ঘরের মাঠে টেস্টে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, তাহলে শ্রীলঙ্কাকে কেন নয়? বাংলাদেশে যখন খেলা হবে, আমি মনে করি সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডও জয়ের ব্যাপারে আশাবাদী থাকে। আমরা বাজেভাবে দুটো টেস্ট (দক্ষিণ আফ্রিকায়) হেরে এসেছি। এর মানে এই নয় যে, আমরা ভালো খেলব না। আমার বিশ্বাস, বাংলাদেশ ইতিবাচক পারফর্ম করবে ও জিতবে।’
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। ডিপিএল শেষ হওয়ার পর এবার পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ পাবেন তাঁরা।
সেই ছুটি অবশ্য খুব বেশি লম্বা হচ্ছে না। ঈদের পরপরই তোড়জোড় শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়ে ফেরায় সিরিজটির গুরুত্ব আরও বেড়েছে বৈকি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী সাকিব আল হাসান। গতকাল রাজধানীর একটি আউটলেটে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশের দিন সিরিজ নিয়ে আশাবাদের কথা জানান সাকিব, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। একই সঙ্গে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমার কাছে মনে হয়, আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি।’
আশার মাঝে কিছুটা আশঙ্কাও আছে সাকিবের মনে। আশঙ্কাটা শ্রীলঙ্কা আর বাংলাদেশের কন্ডিশন প্রায় একই রকম হওয়ায়। তারপরও অবশ্য আশা হারাতে চান না সাকিব, ‘শ্রীলঙ্কা আমাদের মতোই এশিয়ার দল হওয়ায় দুই দেশের কন্ডিশন প্রায় একই রকম। তবে আমি আশাবাদী, আমরা সিরিজটা জিততে পারব।’ ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি সারতে তাই ডিপিএলে নতুন দলে নাম লিখিয়ে খেলছেন।
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি শুধু একটি। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে জিতেছিলেন সাকিব-তামিমরা। সেটি অবশ্য লঙ্কানদের মাঠ কলম্বোর পি সারা ওভালে। নিজেদের মাঠে খেলা ৮ টেস্টের ছয়টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র দুটি। এবার ঘরের মাঠে তাই সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। দলে না থাকলেও এবার ইতিহাস বদলাবে বলে বিশ্বাস মাশরাফি বিন মর্তুজারও। গতপরশু ডিপিএলে নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেশের সফলতম এ অধিনায়ক। সাকিবের মতো মাশরাফির বিশ্বাস, ঘরের মাঠে সিরিজ হওয়ায় প্রোটিয়া-দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়াবে দল, ‘সংস্করণ যেটাই হোক, ঘরের মাঠে খেলা হলে আমি সব সময়ই আশাবাদী। নিজেদের মাঠে যেকোনো দলের বিপক্ষে আমরাই ফেবারিট।’
বোর্ড থেকে সমর্থক—সবাই নিজের সঙ্গে একমত হবেন বলেও বিশ্বাস মাশরাফির। তিনি আরও যোগ করেন, ‘ঘরের মাঠে টেস্টে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, তাহলে শ্রীলঙ্কাকে কেন নয়? বাংলাদেশে যখন খেলা হবে, আমি মনে করি সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডও জয়ের ব্যাপারে আশাবাদী থাকে। আমরা বাজেভাবে দুটো টেস্ট (দক্ষিণ আফ্রিকায়) হেরে এসেছি। এর মানে এই নয় যে, আমরা ভালো খেলব না। আমার বিশ্বাস, বাংলাদেশ ইতিবাচক পারফর্ম করবে ও জিতবে।’
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫