Ajker Patrika

জাবিতে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে নানা মত

জাবি প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
জাবিতে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে নানা মত

আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্লাবে শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষক রাজনীতি ও একাডেমিক দিক থেকে অর্থবহ হচ্ছে না শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে অভ্যন্তরীণ আদর্শিক দ্বন্দ্ব ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পর্ষদের স্থবিরতাই এর মূল কারণ। এতে ব্যক্তি স্বার্থে উপেক্ষিত হচ্ছে দলীয় আদর্শ। অবহেলিত হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের দাবিদাওয়া। গঠনমূলক কার্যক্রম হারাচ্ছে শিক্ষক সমিতি।

জাবিতে শিক্ষক রাজনীতিতে আওয়ামীপন্থী ও জাতীয়তাবাদী শিক্ষকদের দুটি করে সংগঠন রয়েছে। যাদের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদকে কেন্দ্র করে আবর্তিত হয়। সংগঠন চারটির একাডেমিক ও শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট সুনির্দিষ্ট এজেন্ডা নেই। যার প্রতিফলন শিক্ষক সমিতির নির্বাচনেও দেখা যাচ্ছে।

শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ বলেন, ‘বহু বছর থেকেই দেখছি শিক্ষক সমিতি কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। প্রশাসনের পক্ষেই হোক বা বিপক্ষে এখানে ব্যক্তি স্বার্থ প্রকট হয়েছে। তাই বিভিন্ন ইস্যুতে প্রশাসনকে রক্ষা করতেই ব্যস্ত হয়ে পড়ে সমিতি।’

অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ তাতে এখানে অর্থবহ নির্বাচন আশা করা যায় না। সরকারের দৃষ্টি আকর্ষণ ও ভক্তি প্রকাশ করতে নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দলের প্রতিযোগিতা চলে। যার কারণে প্রশাসনিক পর্ষদ ডিন, সিন্ডিকেট ও সিনেটে নির্বাচন অনিয়মিত। শক্তিশালী ও প্রকৃত শিক্ষক সমিতি থাকলে এসব নির্বাচন দিতে প্রশাসন বাধ্য থাকত।’

এ ব্যাপারে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘এ অবস্থার পরিবর্তন চায় সবাই। সমিতির নির্বাচন শেষ হলেই ডিন, সিন্ডিকেটের নির্বাচন নিয়ে দাবি তোলা হবে। তবেই শিক্ষক সমিতির নির্বাচন অর্থবহ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত