Ajker Patrika

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বিএনপির

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ০৫
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বিএনপির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি। এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছেন শাখার নেতারা।

গতকাল বুধবার জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মজিবর রহমানের কাছে এ স্মারকলিপি জমা দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আযাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা পেতে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা। এতে বলা হয়, খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত