Ajker Patrika

রুক্ষতাকে বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮: ১৮
রুক্ষতাকে বিদায়

শীতে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক রুক্ষ হয়ে যায়। এ সময় প্রয়োজন সঠিক যত্ন। এক্সফোলিয়েট করলে রুক্ষতা দূর হয়ে ত্বক কোমল ও সতেজ থাকবে।

নারকেল তেল ও চিনির স্ক্র্যাব
শীতে ত্বক কোমল রাখতে নারকেল তেল ও চিনি মিশিয়ে স্ক্র্যাব করতে পারেন। এতে থুতনি, নাক ও মুখের মরা চামড়া দূর হয়ে যাবে। নাক ও শরীরের অন্যান্য অংশের ব্ল্যাকহেডস দূর হয়ে যাবে। নারকেল তেলের পরিবর্তে অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। ত্বককে সতেজ রাখতে তেল ভালো কাজ করে।

লেবু ও চিনির ব্যবহার
এ সময় হাতের কনুই, ঠোঁট, পায়ের চামড়া বেশ রুক্ষ হয়ে যায়। রুক্ষতা দূর করতে একটি লেবু দুই ভাগ করে কেটে নিন। এরপর লেবুতে প্রয়োজনমতো চিনি মিশিয়ে কনুই, ঠোঁট কিংবা অন্যান্য অংশে ম্যাসাজ করুন পাঁচ মিনিট। এরপর ধুয়ে ভালো মানের ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। চিনি ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এর ব্যবহারে ত্বক কোমল হবে।

বেকিং সোডা ও পানি
বেকিং সোডা রূপচর্চায় ব্যবহৃত একটি পরিচিত উপাদান। এটি সবার রান্নাঘরেই থাকে। এটি এক্সফোলিয়েটর হিসেবে ভালো কাজ করে। ত্বকের মৃত কোষ, তেল ও ময়লা দূর করে বেকিং সোডা। দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি দিয়ে নাকের ডগাসহ পুরো মুখে ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর মুখ মুছে ভালো মানের ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে দুই-তিনবারের বেশি এটি ব্যবহার করবেন না।

সবুজ চায়ের ব্যবহার
গ্রিন টি অর্থাৎ সবুজ চা স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের উপকার করে। সবুজ চা ত্বকের তেল কমাতে সাহায্য করে।

এক চা -চামচ সবুজ চায়ের পাতার সঙ্গে এক চা-চামচ পানি মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ম্যাসাজ করতে করতে তুলে ফেলুন। এতে ত্বকের রুক্ষতা দূর হবে এবং নাকের ব্ল্যাকহেডস তথা শাল দূর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত