এএফপি, বেইজিং
চীনের ইয়াংতজে এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম নদী। এ নদীর তীর ধরেই গড়ে উঠেছে সাংহাই, চংকিংয়ের মতো চীনের বড় বড় শহর। চলতি গ্রীষ্মে অত্যধিক উষ্ণতা ও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণে এ নদীর পানি ভয়াবহ রকমে কমে গেছ। গত ৬০ বছরে এমন ঘটনা আর দেখা যায়নি। এ অবস্থায় আসন্ন শরৎ মৌসুমে দেশটির ফসল উৎপাদন ভয়ানকভাবে কমবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার চীনের চারটি সরকারি সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘অত্যধিক উষ্ণতা ও গরমজনিত ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে খরা দ্রুত গতিতে বাড়ছে। এটা শরতের ফসল উৎপাদনকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে। এ অবস্থায় ফসলরক্ষায় পানির প্রতিটি ফোঁটা আমাদের সংরক্ষণ করতে হবে।’
দক্ষিণ চীনের অধিকাংশ জলবিদ্যুৎকেন্দ্র চলে ইয়াংতজে নদীর পানিতে। নদীটির পানির প্রবাহ নজিরবিহীনভাবে কমে যাওয়ায় সাংহাই ও চংকিংয়ের মতো বড় শহরগুলোয় রাস্তাঘাট, পার্ক ইত্যাদির আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম দিকের প্রদেশ সিচুয়ানে শিল্প-কারখানায়ও বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। দেশটির জিয়াংজি প্রদেশের পোয়াং লেকের পানি চলতি গ্রীষ্মে প্রায় ৭৫ শতাংশ কমেছে, যা এই লেকের পানির ওপর নির্ভরশীল চাষাবাদের বড় ক্ষতি করবে।
চীনের কয়েকটি এলাকায় সম্প্রতি দাবানলের ঘটনাও বেড়েছে। এ অবস্থায় গত সোমবার চংকিং শহরের দুর্যোগপূর্ণ এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া অফিস ১১টি প্রদেশকে খরা ও অত্যধিক উষ্ণতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সতর্ক করেছে। এ ছাড়া হুঁশিয়ার করা হয়েছে, চলতি মাসজুড়ে দেশটির অন্য জায়গায়ও দাবানল দেখা দিতে পারে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটির কয়েক জায়গায় মেঘকে রকেট দিয়ে আঘাত করে বৃষ্টি নামানোর ব্যবস্থা করা হয়েছে।
চীনের কোনো কোনো জায়গায় সম্প্রতি তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবার কয়েক অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব হচ্ছে বলে মনে করেন ‘গ্রিনপিস ইস্ট এশিয়ার’ জ্বালানি ও জলবায়ু বিশেষজ্ঞ লিয়ু ইয়ুনিয়ান।
চীনের ইয়াংতজে এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম নদী। এ নদীর তীর ধরেই গড়ে উঠেছে সাংহাই, চংকিংয়ের মতো চীনের বড় বড় শহর। চলতি গ্রীষ্মে অত্যধিক উষ্ণতা ও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণে এ নদীর পানি ভয়াবহ রকমে কমে গেছ। গত ৬০ বছরে এমন ঘটনা আর দেখা যায়নি। এ অবস্থায় আসন্ন শরৎ মৌসুমে দেশটির ফসল উৎপাদন ভয়ানকভাবে কমবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার চীনের চারটি সরকারি সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘অত্যধিক উষ্ণতা ও গরমজনিত ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে খরা দ্রুত গতিতে বাড়ছে। এটা শরতের ফসল উৎপাদনকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে। এ অবস্থায় ফসলরক্ষায় পানির প্রতিটি ফোঁটা আমাদের সংরক্ষণ করতে হবে।’
দক্ষিণ চীনের অধিকাংশ জলবিদ্যুৎকেন্দ্র চলে ইয়াংতজে নদীর পানিতে। নদীটির পানির প্রবাহ নজিরবিহীনভাবে কমে যাওয়ায় সাংহাই ও চংকিংয়ের মতো বড় শহরগুলোয় রাস্তাঘাট, পার্ক ইত্যাদির আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম দিকের প্রদেশ সিচুয়ানে শিল্প-কারখানায়ও বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। দেশটির জিয়াংজি প্রদেশের পোয়াং লেকের পানি চলতি গ্রীষ্মে প্রায় ৭৫ শতাংশ কমেছে, যা এই লেকের পানির ওপর নির্ভরশীল চাষাবাদের বড় ক্ষতি করবে।
চীনের কয়েকটি এলাকায় সম্প্রতি দাবানলের ঘটনাও বেড়েছে। এ অবস্থায় গত সোমবার চংকিং শহরের দুর্যোগপূর্ণ এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া অফিস ১১টি প্রদেশকে খরা ও অত্যধিক উষ্ণতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সতর্ক করেছে। এ ছাড়া হুঁশিয়ার করা হয়েছে, চলতি মাসজুড়ে দেশটির অন্য জায়গায়ও দাবানল দেখা দিতে পারে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটির কয়েক জায়গায় মেঘকে রকেট দিয়ে আঘাত করে বৃষ্টি নামানোর ব্যবস্থা করা হয়েছে।
চীনের কোনো কোনো জায়গায় সম্প্রতি তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবার কয়েক অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব হচ্ছে বলে মনে করেন ‘গ্রিনপিস ইস্ট এশিয়ার’ জ্বালানি ও জলবায়ু বিশেষজ্ঞ লিয়ু ইয়ুনিয়ান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪