Ajker Patrika

‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার শুরু ২৮ নভেম্বর

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ২৫
‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার শুরু ২৮ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকার শুরু হবে আগামী ২৮ নভেম্বর। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

অফিস চলাকালীন অনুষদ ভবনের চতুর্থ তলায় সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের দিন থেকে পহেলা ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এম. এয়াকুব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার (মেধাক্রমানুসারে) ৫ ও ৬ ডিসেম্বর নেওয়া হবে। ৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২য় অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাধ্যমে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত