আনিকা জীনাত, ঢাকা
ত্বকের ওপর পাউডার দিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো কিংবা সব সময় পারলারে গিয়ে মেকআপ করা–কোনোটারই যুগ এখন আর নেই। হাতের মুঠোয় স্মার্টফোন। আর তাতে পোরা পুরো বিশ্ব। হেন জিনিস নেই যার টিউটোরিয়াল পাওয়া যায় না ইউটিউবে। তাই মেকআপও যে ইউটিউব দেখে শেখা যাবে, সে আর বিচিত্র কী! মেকআপ জিনিসটি বহু আগে বিনোদনজগতের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের ঘরে প্রবেশ করেছে। ফলে মেকআপ করার দক্ষ মানুষেরা তৈরি হয়েছেন। তাঁরা অন্যকে সাজিয়ে তোলেন। দিনে দিনে প্রতিষ্ঠিত হয়েছে অন্যকে সাজিয়ে তোলাও শিল্প। ফলে দক্ষ মেকআপ কারিগরেরা এখন মেকআপ আর্টিস্ট।
তবে এখন সব মেকআপশিল্পী যে মঞ্চ, সিনেমা, নাটক, ফ্যাশন শো, প্রোডাক্ট ফটোশুট কিংবা ম্যাগাজিনের জন্য নায়িকা বা মডেলদের গ্ল্যামারাস করে তোলার কাজটি করেন, তা নয়। অনেকেই নিজে পারলার খোলেন। এখন অনেকেই আছেন ইউটিউবে মেকআপের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করেন। টিউটোরিয়াল হিসেবে আপলোড করা ভিডিওগুলো দেখে চেষ্টা করলে বাসায় বসেই দারুণ মেকআপ করা যায়।
ইউটিউবে যা পাবেন
ভিডিও দেখে মেকআপ করতে চাইলে প্রথমে একজন ইউটিউবারের চ্যানেলে ঢুঁ মারতে হবে। এরপর কোন ধরনের মেকআপ করতে চাচ্ছেন, সেই অনুযায়ী ভিডিও বেছে নিতে হবে। তবে মেকআপ শেখানোই ইউটিউবারদের একমাত্র কাজ নয়। কোন পণ্য ব্যবহার করলে ত্বকের সমস্যা, চুল পড়া, ব্রণের সমস্যা দূর করা যাবে, সে বিষয়েও ইউটিউবাররা ভিডিও বানিয়ে থাকেন। বাজেটের মধ্যে কোন আইশ্যাডো বা লিপস্টিক ভালো, তা-ও জানা যাবে ভিডিও দেখে। এখনকার ট্রেন্ড ন্যুড মেকআপ, কীভাবে নো মেকআপ লুক তৈরি করতে হয়, সেই দিকনির্দেশনাও পাবেন তাঁদের ভিডিওতে।
ব্রোঞ্জিং ও কন্ট্যুরিংয়ের পার্থক্য, স্মোকি আই মেকআপ, লিকুইড/ ম্যাট লিপস্টিক, ঈদ মেকআপ, ব্রাইডাল মেকআপের ভিডিও পাবেন ইউটিউবে। এ ছাড়া অর্গানিক স্কিন কেয়ার পণ্য, হেয়ার মাস্ক, ম্যানিকিওর ও ফেসিয়ালের ভিডিও দেখে ঘরে বসেই পারলারের কাজ সারতে পারবেন।
ইউটিউবে ভূরি ভূরি মেকআপ টিউটোরিয়াল পাওয়া যায়। তাই এসব চ্যানেল অনেকটা ‘ওয়ান স্টপ শপ’-এর মতো। মেকআপ বিষয়ে যিনি কিছুই জানেন না, তিনিও চ্যানেলগুলোতে ঢুঁ মারলে অনেক কিছু জানতে পারবেন।
মেকআপ কেনার আগে, চোখ সাজানোর আগে বা ত্বকে বেজ মেকআপ দেওয়ার আগে, এসব ভিডিও দেখে প্রাথমিক ধারণা অন্তত পাওয়া যাবে। এমনকি কীভাবে মেকআপ করা উচিত নয়, সে বিষয়েরও টিউটোরিয়াল ভিডিও মিলবে। আবার স্কিন কেয়ার পণ্যের রিভিউ পাবেন অসংখ্য। ভিডিওতে রিভিউ দেখে অনেকে পণ্য অর্ডার করেন। কারণ এত এত পণ্যের মধ্যে কোনটা নিজের ত্বকের উপযোগী তা জানার সহজ উপায় হলো ইউটিউব ভিডিও দেখা।
তবে, বিউটি ভ্লগারেরা নির্দিষ্ট কোনো বিষয়ে বিশেষজ্ঞ নন। সে জন্য মনে রাখতে হবে, সবার ত্বক এক রকম নয়। তাই ত্বকের সমস্যা দূর করতে কোনো পণ্য ব্যবহারের আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
জনপ্রিয় চ্যানেল
মেকআপ ও স্কিন কেয়ার নিয়ে ভিডিও দেখতে ঢুঁ মারতে পারেন মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা, শাহনাজ শিমুল, অনন্যা আর্টিস্ট্রি, সাদিয়া খান কাসাস, রাখি’স বিউটি ওয়ার্ল্ড, সুমাইয়া মিম নামের ইউটিউব চ্যানেলগুলোয়।
ন্যুড মেকআপ করলে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কসমেটিকস বাছাই করে নিজের চেহারার খুঁতগুলো খুব সুন্দরভাবে ঢেকে রাখা যায়। তবে এই ট্রেন্ড এক দিনে আসেনি। যুগে যুগে ট্রেন্ড বদলেছে, পুরোনো ধ্যানধারণা বদলে গিয়ে এসেছে নতুন ধারণা। তার ছাপ পড়েছে মেকআপের বর্তমান প্রজন্মে।
ইউটিউবে ভিডিও দেখে
ইউটিউবে ভিডিও দেখে মেকআপ সম্পর্কে ধারণা পেয়েছেন জান্নাতুল ফেরদৌস। কোন রঙের পোশাকের সঙ্গে কীভাবে চোখ সাজালে ভালো লাগবে, তা ভিডিও দেখে শেখার পর ননদের বিয়েতে সেজেছেন তিনি। পারলারে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি।
শিক্ষার্থী সানজিদা রহমান জানান, আগে খুব দ্বিধায় থাকতেন। কোনটার পর কোনটা দেবেন, তা বুঝতে পারতেন না। ইউটিউব টিউটোরিয়াল দেখে জেনেছেন, প্রথমে ময়েশ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, পাউডার পাফ দিতে হয়। এরপর চোখের মেকআপ, ব্রোনজার, ব্লাশ, হাইলাইটার ও লিপস্টিক দিয়ে মেকআপ শেষ করতে হয়।
সানজিদার ব্রণের সমস্যাও আছে। তাই ত্বকের জন্য কোন পণ্যটি ভালো হবে, তা ইউটিউব দেখে জানতে পারেন। কীভাবে অল্প কয়েকটি কসমেটিকস দিয়ে সাজ শেষ করা যায়, সেটাও শিখেছেন ইউটিউব দেখে।
কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার কাজী নওশিন লায়লার ইউটিউব চ্যানেলের নাম ‘মেকআপ মিনিট বাই নওশিন’। ফলোয়ারদের কাছ থেকে যে বিষয়গুলো নিয়ে বেশি প্রশ্ন আসে, সাধারণত সেগুলোর উত্তর দেওয়ার জন্য ভিডিও বানান। ট্রেন্ডিং টপিকই বেছে নিতে চেষ্টা করেন তিনি। নওশিন বলেন, ‘ভিডিও দেখিয়ে রাতারাতি সব শেখানো সম্ভব নয়। শেখার জন্যও তো সময় লাগে। তবে যাঁরা দেখছেন, তাঁরা অন্তত ভুলটা বুঝতে পারেন। যেমন কোন স্কিন টোনের সঙ্গে কোন শেডের ফাউন্ডেশন মানাবে বা মানাবে না, সে-সম্পর্কে ধারণা তৈরি হয় ভিডিও দেখে।’
বিউটি ইনফ্লুয়েন্সার সাদ বিন রাবীর ইউটিউব চ্যানেলের নাম সাদ মুয়া (মেকআপ আর্টিস্ট)। তিনি জানান, চ্যালেঞ্জিং ভিডিওগুলো বেশি জনপ্রিয় হয়। যেমন কম দামি পণ্য দিয়ে কীভাবে মেকআপ করা যায় বা আয়না ছাড়া কীভাবে মেকআপ করা সম্ভব, এ ধরনের ভিডিওগুলোয় বেশি প্রতিক্রিয়া পাওয়া যায়। রিভিউয়ের ক্ষেত্রে, যে ব্র্যান্ডগুলো তিনি নিজে পছন্দ করেন, সেগুলোর পণ্য নিয়েই ভিডিও তৈরি করেন।
ত্বকের ওপর পাউডার দিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো কিংবা সব সময় পারলারে গিয়ে মেকআপ করা–কোনোটারই যুগ এখন আর নেই। হাতের মুঠোয় স্মার্টফোন। আর তাতে পোরা পুরো বিশ্ব। হেন জিনিস নেই যার টিউটোরিয়াল পাওয়া যায় না ইউটিউবে। তাই মেকআপও যে ইউটিউব দেখে শেখা যাবে, সে আর বিচিত্র কী! মেকআপ জিনিসটি বহু আগে বিনোদনজগতের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের ঘরে প্রবেশ করেছে। ফলে মেকআপ করার দক্ষ মানুষেরা তৈরি হয়েছেন। তাঁরা অন্যকে সাজিয়ে তোলেন। দিনে দিনে প্রতিষ্ঠিত হয়েছে অন্যকে সাজিয়ে তোলাও শিল্প। ফলে দক্ষ মেকআপ কারিগরেরা এখন মেকআপ আর্টিস্ট।
তবে এখন সব মেকআপশিল্পী যে মঞ্চ, সিনেমা, নাটক, ফ্যাশন শো, প্রোডাক্ট ফটোশুট কিংবা ম্যাগাজিনের জন্য নায়িকা বা মডেলদের গ্ল্যামারাস করে তোলার কাজটি করেন, তা নয়। অনেকেই নিজে পারলার খোলেন। এখন অনেকেই আছেন ইউটিউবে মেকআপের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করেন। টিউটোরিয়াল হিসেবে আপলোড করা ভিডিওগুলো দেখে চেষ্টা করলে বাসায় বসেই দারুণ মেকআপ করা যায়।
ইউটিউবে যা পাবেন
ভিডিও দেখে মেকআপ করতে চাইলে প্রথমে একজন ইউটিউবারের চ্যানেলে ঢুঁ মারতে হবে। এরপর কোন ধরনের মেকআপ করতে চাচ্ছেন, সেই অনুযায়ী ভিডিও বেছে নিতে হবে। তবে মেকআপ শেখানোই ইউটিউবারদের একমাত্র কাজ নয়। কোন পণ্য ব্যবহার করলে ত্বকের সমস্যা, চুল পড়া, ব্রণের সমস্যা দূর করা যাবে, সে বিষয়েও ইউটিউবাররা ভিডিও বানিয়ে থাকেন। বাজেটের মধ্যে কোন আইশ্যাডো বা লিপস্টিক ভালো, তা-ও জানা যাবে ভিডিও দেখে। এখনকার ট্রেন্ড ন্যুড মেকআপ, কীভাবে নো মেকআপ লুক তৈরি করতে হয়, সেই দিকনির্দেশনাও পাবেন তাঁদের ভিডিওতে।
ব্রোঞ্জিং ও কন্ট্যুরিংয়ের পার্থক্য, স্মোকি আই মেকআপ, লিকুইড/ ম্যাট লিপস্টিক, ঈদ মেকআপ, ব্রাইডাল মেকআপের ভিডিও পাবেন ইউটিউবে। এ ছাড়া অর্গানিক স্কিন কেয়ার পণ্য, হেয়ার মাস্ক, ম্যানিকিওর ও ফেসিয়ালের ভিডিও দেখে ঘরে বসেই পারলারের কাজ সারতে পারবেন।
ইউটিউবে ভূরি ভূরি মেকআপ টিউটোরিয়াল পাওয়া যায়। তাই এসব চ্যানেল অনেকটা ‘ওয়ান স্টপ শপ’-এর মতো। মেকআপ বিষয়ে যিনি কিছুই জানেন না, তিনিও চ্যানেলগুলোতে ঢুঁ মারলে অনেক কিছু জানতে পারবেন।
মেকআপ কেনার আগে, চোখ সাজানোর আগে বা ত্বকে বেজ মেকআপ দেওয়ার আগে, এসব ভিডিও দেখে প্রাথমিক ধারণা অন্তত পাওয়া যাবে। এমনকি কীভাবে মেকআপ করা উচিত নয়, সে বিষয়েরও টিউটোরিয়াল ভিডিও মিলবে। আবার স্কিন কেয়ার পণ্যের রিভিউ পাবেন অসংখ্য। ভিডিওতে রিভিউ দেখে অনেকে পণ্য অর্ডার করেন। কারণ এত এত পণ্যের মধ্যে কোনটা নিজের ত্বকের উপযোগী তা জানার সহজ উপায় হলো ইউটিউব ভিডিও দেখা।
তবে, বিউটি ভ্লগারেরা নির্দিষ্ট কোনো বিষয়ে বিশেষজ্ঞ নন। সে জন্য মনে রাখতে হবে, সবার ত্বক এক রকম নয়। তাই ত্বকের সমস্যা দূর করতে কোনো পণ্য ব্যবহারের আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
জনপ্রিয় চ্যানেল
মেকআপ ও স্কিন কেয়ার নিয়ে ভিডিও দেখতে ঢুঁ মারতে পারেন মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা, শাহনাজ শিমুল, অনন্যা আর্টিস্ট্রি, সাদিয়া খান কাসাস, রাখি’স বিউটি ওয়ার্ল্ড, সুমাইয়া মিম নামের ইউটিউব চ্যানেলগুলোয়।
ন্যুড মেকআপ করলে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কসমেটিকস বাছাই করে নিজের চেহারার খুঁতগুলো খুব সুন্দরভাবে ঢেকে রাখা যায়। তবে এই ট্রেন্ড এক দিনে আসেনি। যুগে যুগে ট্রেন্ড বদলেছে, পুরোনো ধ্যানধারণা বদলে গিয়ে এসেছে নতুন ধারণা। তার ছাপ পড়েছে মেকআপের বর্তমান প্রজন্মে।
ইউটিউবে ভিডিও দেখে
ইউটিউবে ভিডিও দেখে মেকআপ সম্পর্কে ধারণা পেয়েছেন জান্নাতুল ফেরদৌস। কোন রঙের পোশাকের সঙ্গে কীভাবে চোখ সাজালে ভালো লাগবে, তা ভিডিও দেখে শেখার পর ননদের বিয়েতে সেজেছেন তিনি। পারলারে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি।
শিক্ষার্থী সানজিদা রহমান জানান, আগে খুব দ্বিধায় থাকতেন। কোনটার পর কোনটা দেবেন, তা বুঝতে পারতেন না। ইউটিউব টিউটোরিয়াল দেখে জেনেছেন, প্রথমে ময়েশ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, পাউডার পাফ দিতে হয়। এরপর চোখের মেকআপ, ব্রোনজার, ব্লাশ, হাইলাইটার ও লিপস্টিক দিয়ে মেকআপ শেষ করতে হয়।
সানজিদার ব্রণের সমস্যাও আছে। তাই ত্বকের জন্য কোন পণ্যটি ভালো হবে, তা ইউটিউব দেখে জানতে পারেন। কীভাবে অল্প কয়েকটি কসমেটিকস দিয়ে সাজ শেষ করা যায়, সেটাও শিখেছেন ইউটিউব দেখে।
কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার কাজী নওশিন লায়লার ইউটিউব চ্যানেলের নাম ‘মেকআপ মিনিট বাই নওশিন’। ফলোয়ারদের কাছ থেকে যে বিষয়গুলো নিয়ে বেশি প্রশ্ন আসে, সাধারণত সেগুলোর উত্তর দেওয়ার জন্য ভিডিও বানান। ট্রেন্ডিং টপিকই বেছে নিতে চেষ্টা করেন তিনি। নওশিন বলেন, ‘ভিডিও দেখিয়ে রাতারাতি সব শেখানো সম্ভব নয়। শেখার জন্যও তো সময় লাগে। তবে যাঁরা দেখছেন, তাঁরা অন্তত ভুলটা বুঝতে পারেন। যেমন কোন স্কিন টোনের সঙ্গে কোন শেডের ফাউন্ডেশন মানাবে বা মানাবে না, সে-সম্পর্কে ধারণা তৈরি হয় ভিডিও দেখে।’
বিউটি ইনফ্লুয়েন্সার সাদ বিন রাবীর ইউটিউব চ্যানেলের নাম সাদ মুয়া (মেকআপ আর্টিস্ট)। তিনি জানান, চ্যালেঞ্জিং ভিডিওগুলো বেশি জনপ্রিয় হয়। যেমন কম দামি পণ্য দিয়ে কীভাবে মেকআপ করা যায় বা আয়না ছাড়া কীভাবে মেকআপ করা সম্ভব, এ ধরনের ভিডিওগুলোয় বেশি প্রতিক্রিয়া পাওয়া যায়। রিভিউয়ের ক্ষেত্রে, যে ব্র্যান্ডগুলো তিনি নিজে পছন্দ করেন, সেগুলোর পণ্য নিয়েই ভিডিও তৈরি করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪