Ajker Patrika

সাকিবের অনুপস্থিতি বাকিদের সুযোগ মনে করেন বিসিবি নির্বাচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিবের অনুপস্থিতি বাকিদের সুযোগ মনে করেন বিসিবি নির্বাচক

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। তাঁর না থাকা মানে অধিনায়ক তো বটেই, একজন অলরাউন্ডারের ঘাটতি দেখা দেয়। সাকিবের অনুপস্থিতিতে তাই বাকিদের দায়িত্ব নেওয়ায় জোর দিচ্ছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। চোটে পড়ে তাঁকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। তিনি ফিরতে পারেন আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। সাদা বলের সিরিজের আগে সাকিবকে ছাড়া টেস্টে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। এমনিতে আফগান স্পিনের জুজু আছে। দুই দলের মুখোমুখি একমাত্র টেস্টে বাজেভাবে হারার দুঃসহ স্মৃতিও তাড়া না করার কোনো কারণ নেই।   
এবার আফগানদের বিপক্ষে ভালো কিছু করতে দলের বাকিদের নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে আসার তাগিদ অনুভব করছেন সুমন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিব না থাকলে একজন খেলোয়াড় কমে যায়। সত্যি বলতে সাকিব-মুশফিক—দুজন থাকলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী এটা আমরা করে থাকি। ওর (সাকিব) না থাকাটা একটু পেছনে ঠেলে দেয়। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন, যাঁরা ব্যাটিং-বোলিং দিয়ে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয়, বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব।’

ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফেরার কথা আগামী ৩ জুন। তার আগে এ মাসের শেষ দিকে টেস্টের দল ঘোষণা হতে পারে। সিরিজ শুরুর আগে এবারও আলোচনায় উইকেট। এবার অবশ্য আগেভাগে কেমন উইকেটে বাংলাদেশ খেলবে, সেটা ঠিক করে ফেলেছেন বলে জানালেন সুমন।  তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচে আমরা হেরেছিলাম। কিন্তু এবার অবশ্যই ভালো খেলতে চাই। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত, আমরা পরিষ্কার। যে সিদ্ধান্ত নেওয়া হোক, আমাদের অসুবিধা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত