নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। তাঁর না থাকা মানে অধিনায়ক তো বটেই, একজন অলরাউন্ডারের ঘাটতি দেখা দেয়। সাকিবের অনুপস্থিতিতে তাই বাকিদের দায়িত্ব নেওয়ায় জোর দিচ্ছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। চোটে পড়ে তাঁকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। তিনি ফিরতে পারেন আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। সাদা বলের সিরিজের আগে সাকিবকে ছাড়া টেস্টে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। এমনিতে আফগান স্পিনের জুজু আছে। দুই দলের মুখোমুখি একমাত্র টেস্টে বাজেভাবে হারার দুঃসহ স্মৃতিও তাড়া না করার কোনো কারণ নেই।
এবার আফগানদের বিপক্ষে ভালো কিছু করতে দলের বাকিদের নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে আসার তাগিদ অনুভব করছেন সুমন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিব না থাকলে একজন খেলোয়াড় কমে যায়। সত্যি বলতে সাকিব-মুশফিক—দুজন থাকলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী এটা আমরা করে থাকি। ওর (সাকিব) না থাকাটা একটু পেছনে ঠেলে দেয়। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন, যাঁরা ব্যাটিং-বোলিং দিয়ে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয়, বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব।’
ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফেরার কথা আগামী ৩ জুন। তার আগে এ মাসের শেষ দিকে টেস্টের দল ঘোষণা হতে পারে। সিরিজ শুরুর আগে এবারও আলোচনায় উইকেট। এবার অবশ্য আগেভাগে কেমন উইকেটে বাংলাদেশ খেলবে, সেটা ঠিক করে ফেলেছেন বলে জানালেন সুমন। তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচে আমরা হেরেছিলাম। কিন্তু এবার অবশ্যই ভালো খেলতে চাই। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত, আমরা পরিষ্কার। যে সিদ্ধান্ত নেওয়া হোক, আমাদের অসুবিধা হবে না।’
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। তাঁর না থাকা মানে অধিনায়ক তো বটেই, একজন অলরাউন্ডারের ঘাটতি দেখা দেয়। সাকিবের অনুপস্থিতিতে তাই বাকিদের দায়িত্ব নেওয়ায় জোর দিচ্ছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। চোটে পড়ে তাঁকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। তিনি ফিরতে পারেন আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। সাদা বলের সিরিজের আগে সাকিবকে ছাড়া টেস্টে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। এমনিতে আফগান স্পিনের জুজু আছে। দুই দলের মুখোমুখি একমাত্র টেস্টে বাজেভাবে হারার দুঃসহ স্মৃতিও তাড়া না করার কোনো কারণ নেই।
এবার আফগানদের বিপক্ষে ভালো কিছু করতে দলের বাকিদের নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে আসার তাগিদ অনুভব করছেন সুমন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিব না থাকলে একজন খেলোয়াড় কমে যায়। সত্যি বলতে সাকিব-মুশফিক—দুজন থাকলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী এটা আমরা করে থাকি। ওর (সাকিব) না থাকাটা একটু পেছনে ঠেলে দেয়। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন, যাঁরা ব্যাটিং-বোলিং দিয়ে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয়, বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব।’
ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফেরার কথা আগামী ৩ জুন। তার আগে এ মাসের শেষ দিকে টেস্টের দল ঘোষণা হতে পারে। সিরিজ শুরুর আগে এবারও আলোচনায় উইকেট। এবার অবশ্য আগেভাগে কেমন উইকেটে বাংলাদেশ খেলবে, সেটা ঠিক করে ফেলেছেন বলে জানালেন সুমন। তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচে আমরা হেরেছিলাম। কিন্তু এবার অবশ্যই ভালো খেলতে চাই। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত, আমরা পরিষ্কার। যে সিদ্ধান্ত নেওয়া হোক, আমাদের অসুবিধা হবে না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫