Ajker Patrika

করোনার পরীক্ষা হবে ওসমানী বিমানবন্দরে

সিলেট প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫: ৪৭
Thumbnail image

ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও করোনা পরীক্ষার পিসিআর (পলিম্যারেজ চেইন রিঅ্যাকশন) মেশিন স্থাপন করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ইতিমধ্যে পিসিআর মেশিন স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বেবিচক। এ বিমানবন্দরে পিসিআর মেশিন স্থাপন হলে করোনা পরীক্ষা করতে বিদেশগামীদের ঢাকায় যেতে হবে না। ফলে প্রবাসীদের ভোগান্তি কমবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, এখানে পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বেবিচক। সব ঠিক থাকলে শিগগিরই এখানে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

সিলেট থেকে যে কোনো স্থানে আকাশপথে যেতে হলে সিলেট বিভাগের মানুষের একমাত্র ভরসা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে নেই করোনা টেস্টের পিসিআর মেশিন। তাই বিদেশগামীদের ঢাকায় গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর মেশিনে করোনা পরীক্ষা করাতে হয়।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে যাত্রার আগে বিমানবন্দরে পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। আরব আমিরাতসহ কয়েকটি দেশে যেতে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে এই পরীক্ষা করাতে হয়। ফলে একজন যাত্রীকে ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে ঢুকতে হচ্ছে। আর এ সময়ে ভোগান্তি পোহাতে হয় বিদেশগামীদের।

সারা দেশ থেকেই বিদেশগামীরা ভিড় করেন শাহজালাল বিমানবন্দরে। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর ভিড় সামাল দিতে হিমশিম খায় দেশের প্রধান বিমানবন্দরটি। আর নানা ভোগান্তি, হয়রানি, অনিয়মের পাহাড়সম অভিযোগ করেন যাত্রীরা।

এই পরিস্থিতিতে দেশের প্রধান বিমানবন্দরের ওপর চাপ কমাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। ফলে সেখানকার যাত্রীদের ঢাকায় গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

এ কারণে সিলেটেও টেস্ট মেশিন স্থাপন করতে চায় বেবিচক। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

সিলেটের শিপার এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমদ বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। মধ্যপ্রাচ্যে এ অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন। ওসমানীতে পিসিআর মেশিন না থাকায় ঢাকায় গিয়ে করোনা পরীক্ষা করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে হচ্ছে। এখন এ বিমানবন্দরে মেশিন স্থাপন করা হলে সহজেই এখানে পরীক্ষা করে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবেন প্রবাসীরা। ফলে কমবে ভোগান্তিও।

আরব আমিরাতগামী কানাইঘাট উপজেলার জনৈক বাবুল রানা বলেন, ঢাকায় গিয়ে টেস্ট করাতে চাইলে একদিন আগে বাড়ি থেকে যেতে হয়। আর এয়ারপোর্টে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টেস্ট করাতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত