Ajker Patrika

সড়কে নির্মাণসামগ্রী, দুর্ভোগ

মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪: ০৩
সড়কে নির্মাণসামগ্রী, দুর্ভোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লালনবাজার-পান্টি বাজার এবং পান্টি বাজার-বাঁশগ্রাম বাজার সড়কের একাংশজুড়ে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে সড়ক সংকীর্ণ হয়ে চলাচলে ভোগান্তি বেড়েছে। এ ছাড়াও সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, লালনবাজার-পান্টি বাজার সড়কের নগরকয়া মোড় থেকে বিরিকয়া মাদ্রাসা মোড় পর্যন্ত একাধিক স্থানে রাখা হয়েছে পাথর ও বালু। এতে সড়ক সংকীর্ণ হয়ে গেছে। ভোগান্তি বেড়েছে পথচারীদের। এ ছাড়াও সড়কের ওপরে থাকা নির্মাণসামগ্রীতে যানবাহন ও লোকজন স্লিপ করতে পারে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এদিন দুপুরে পান্টি বাজার-বাঁশগ্রাম বাজার সড়কের আদাবাড়িয়া দানবাক্স মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের একাংশজুড়ে রাখা হয়েছে পাথর। সংকীর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ নেওয়া হবে গোপালগঞ্জ। সেই লক্ষ্যে বিদ্যুতের বড় বড় টাওয়ার নির্মাণ করা হচ্ছে। সেই নির্মাণকাজের পাথর ও বালু রাখা হয়েছে সড়কজুড়ে। তাঁরা জানান, নির্মাণসামগ্রী রাখায় সড়ক ছোট হয়ে গেছে। ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিকাশ কর্মী বলেন, ‘চাকরির সুবাদে প্রায় এই সড়ক দিয়ে চলাচল করি। গত রোববার নগরকয়া মোড়ের পাথরের ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায়। গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং আমার শরীরের কয়েকটা স্থানে হালকা ক্ষত হয়।’

এ বিষয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তারেক আজিজ টিক্কা বলেন, ‘রাস্তার ওপর ফেলা হয়েছে বিদ্যুতের টাওয়ার নির্মাণের পাথর। চলাচলে খুব সমস্যা হচ্ছে। পাথরের ওপর গাড়ির চাকা স্লিপ করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হবে।’

পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘কে বা কারা সড়কের ওপর পাথর ও বালু ফেলেছে তা জানি না। তবে এতে চলাচলের খুব ভোগান্তি হচ্ছে। সড়ক ছোট হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।’

নগরকয়া মোড়ে কথা হয় বিদ্যুতের টাওয়ার নির্মাণকাজের প্রধান মিস্ত্রি আলিফের সঙ্গে। তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যাবে গোপালগঞ্জ। তাই টাওয়ার নির্মাণের কাজ চলছে। কিন্তু সড়কে সামগ্রী ফেলেছে ঠিকাদার। এ বিষয়ে আমার কিছু করার নেই।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখার বিষয়টি জানি না। খোঁজ নিয়ে সমস্যার সমাধান করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত