Ajker Patrika

অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৩: ১৬
অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

কয়রার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কলেজের অর্থ আত্মসাৎ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ৩১টি অভিযোগ তুলেছেন নকিব উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা।

এমনকি অধ্যক্ষের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কার্যালয়সহ ২৪টি সরকারি দপ্তর বরাবর লিখিত আকারে পাঠিয়েছেন বলে জানা গেছে গতকাল শুক্রবার।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, প্রভাষক পদে নিয়োগের আগে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবু সাঈদ ও নাজমুল ইসলামের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেন অদ্রীশ আদিত্য। ২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মুন্সি কুতুবউদ্দিন ও সনিয়া পারভীনের কাছ থেকে কলেজ উন্নয়নের নামে চেকের মাধ্যমে দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন অধ্যক্ষ। তা ছাড়া অর্থনীতির শিক্ষক মেহেদী সুলতানাকে বেতন করে দেওয়ার প্রতিশ্রুতিতে ২৫ হাজার টাকা নিলেও কোনো প্রকার সহযোগিতা না করা, নিয়োগপত্রের মাধ্যমে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নিয়ে আত্মসাৎ, ২০১৯ সালের মার্চ মাসের ১২ তারিখে ৩৫ জনকে হাজিরা দেখিয়ে খাল ভরাটের নামে ১১ হাজার টাকা আত্মসাৎ, ২০১৯ সালে প্রবেশপত্র নেওয়ার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ করে টাকা নেওয়া, ছাত্র-শিক্ষক ও জনতার দাবি উপেক্ষা করে কলেজের একমাত্র শহীদ মিনারটি ভেঙে ইট বিক্রি করে দশ হাজার টাকা আত্মসাৎ, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৯ দিন ভারতে থেকেও কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নেওয়া, অধ্যক্ষের আত্মীয় প্রভাষক মনোজিতকে কলেজের সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলা মাসিক ১ হাজার ২০০ টাকার গোপন চুক্তিতে ভাড়া দেওয়া, কলেজে মুসলিম শিক্ষক নিয়োগ না দেওয়াসহ আরও অনেক অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অনিয়মের বিরুদ্ধে কলেজের শিক্ষক ও কর্মচারীরা প্রতিবাদ করলে তাঁদের ভয় দেখিয়ে অধ্যক্ষ বলেন, ‘সভাপতি ঠিক থাকলে সব ঠিক। কে কি বলবে? কলেজের বর্তমান সভাপতি হলেন কয়রা উপজেলা কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।

অধ্যক্ষ অদ্রীশ আদিত্য বলেন, ‘আমার বিরুদ্ধে যে ৩১টি অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে কথা বলার জন্য কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ও (ইউএনও) অনিমেষ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত