Ajker Patrika

পেছনে ফিরছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০: ১৬
পেছনে ফিরছে পুঁজিবাজার

আবারও পেছনে ফিরছে পুঁজিবাজার। টানা সূচক কমতে কমতে এখন তা ৭ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। গতকাল সোমবার এক দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২০ পয়েন্ট। ফলে বর্তমানে ডিএসইর সূচক অবস্থান করছে ৬ হাজার ৮৮৫ পয়েন্টে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪০১ পয়েন্ট। গত দুই দিনে ডিএসইতে ডিএসইএক্স কমেছে ১৯০ পয়েন্ট। গত ৫ সেপ্টেম্বর ৭ হাজার পয়েন্টের মাইলফলক পার হয় ডিএসইএক্স। ৩৪ কার্যদিবস পর গতকাল ব্যাপক দরপতনের কারণে সেই সীমার নিচে নেমে গেল সূচক।

ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার। গত রোববার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৭১ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে গতকাল দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০৭টির, অপরিবর্তিত আছে ২২টির দর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত