Ajker Patrika

আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১: ৩৫
আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

বঙ্গবন্ধু হেরিটেজ ও দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়েছে।

‘শুশুক ডলফিন থাকে যদি, ভালো থাকবে মোদের নদী’ স্লোগানে এবার চট্টগ্রাম বন বিভাগ ডলফিন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির আয়োজন করে।

গতকাল রোববার মিঠাপানির ডলফিন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি হালদা বিশেষজ্ঞ ডক্টর মনজুরুল কিবরিয়া।

প্রাণিবিশেষজ্ঞরা ধারণা করছেন, হালদা নদীতে এখন যে অবস্থা সেটি অব্যাহত থাকলে নদী থেকে ডলফিন বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্তির হাত থেকে ডলফিন রক্ষায় গবেষণা বাড়াতে হবে। মৃত্যুর কারণ চিহ্নিত করে তা দূর করতে হবে।

বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইইউসিএনর লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) একটি জলজ প্রাণী এই ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। তবে গত চার বছরে মারা গেছে ৩২টি ডলফিন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মনজুরুল কিবরিয়া বলেন, ২০২০ সালে জরিপ চালিয়ে হালদায় ১২৭টির মতো ডলফিন মিলেছিল। ২০১৮ সালে ছিল ১৬৭টি। এ ছাড়া ২০১৭ সালে ২০০টি ডলফিনের অস্তিত্ব ছিল বলে অনুমান করেছিল জরিপ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত