Ajker Patrika

ফাইফার ইউনিভার্সিটি স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ৫০
ফাইফার ইউনিভার্সিটি স্কলারশিপ

যুক্তরাষ্ট্রে পড়াশোনার শখ অনেকেরই থাকে। কিন্তু বেশির ভাগ সময় দেখা যায় ভালো সিজিপিএ থাকা সত্ত্বেও সঠিক তথ্যের অভাবে স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যায়। এ ছাড়া এ দেশে স্নাতক পর্যায়ে বৃত্তিও খুবই সীমিত। সুতরাং কেউ যদি খুব ভালো শিক্ষার্থী না হন, তাহলে স্নাতকে বৃত্তি পাওয়া মুশকিলই বটে। তবে এবার স্নাতকে আংশিক বৃত্তি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইফার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

‘ফাইফার আন্ডারগ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেরিট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের প্রতিবছর সর্বোচ্চ ২৪ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। ফাইফার ইউনিভার্সিটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত। এটি যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা রাজ্যে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা মোট ২৫টি মৌলিক বিষয়ের একটিতে স্নাতক করতে পারবেন।

যেসব বিষয়ে আবেদন করা যাবে:

অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স; বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট; ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিকস

আর্টস; ইতিহাস; দর্শন; ভাষা ও সাহিত্য; বায়োলজিক্যাল সায়েন্স; স্পোর্টস সায়েন্স; ফিজিক্যাল সায়েন্স; কেমিস্ট্রি; জিওলজি; এনভায়রনমেন্টাল সায়েন্স; আর্থ সায়েন্স; ম্যাথমেটিকস অ্যান্ড স্ট্যাটিসটিকস; কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ; পলিটিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ; কম্পিউটার সায়েন্স; আইন; মেডিসিন; ডেন্টাল।

সুযোগ-সুবিধা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • শিক্ষার্থীরা যেকোনো বিষয় নিয়ে স্নাতক পড়তে পারবেন।
  • প্রতিবছর শিক্ষার্থীদের সর্বোচ্চ ২৪ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা

  • উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
  • ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
  • স্কলারশিপের ক্ষেত্রে ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। সঙ্গে যা যা লাগবে:

  • আপনার আন্ডারগ্রেডের সিজিপিএ।
  • আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট (আইইএলটিএস বা টোফেল) স্কোর।
  • আপনার ওই সাবজেক্টের গবেষণা বা থিসিসের কাজের গুরুত্ব কতখানি।
  • রেকমেন্ডেশন লেটার।
  • স্টেটমেন্ট অব পারপাজ।

আবেদনের শেষ সময়:

১ ফেব্রুয়ারি, ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত