দুর্গাপুর প্রতিনিধি
রাস্তার বিভিন্ন মোড়ের সামনে দীর্ঘ সারি। স্বল্প মূল্যে চাল ও আটা কিনতে সারিতে ভিড় শিশু, কিশোর, নারী ও বৃদ্ধদের। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বরাদ্দ কম হওয়ায় স্বল্পমূল্যে চাল আটা কিনতে না পেরে অনেকেই ফিরছেন শূন্য হাতে।
বিদ্যমান করোনা পরিস্থিতিতে খাদ্য মন্ত্রণালয়ের খোলাবাজারে বিক্রির ওএমএসের চাল-আটা পেতে নিম্ন আয়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রতিযোগিতা। যদিও পরিবেশকেরা বলছেন, ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, দুর্গাপুর পৌর এলাকায় গত ২০ জানুয়ারি থেকে তিনজন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে। ভোগান্তি কমাতে পরিবেশক বাড়ানোর দাবি করেছেন গরিব মানুষ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কনকনে শীত উপেক্ষা করে দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া বদিরমোড়ে পরিবেশক বজলুর রহমানের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনেই বিক্রি করা হচ্ছে চাল ও আটা। এই রকম উপচে পড়া ভিড় বাকি দুই ডিলারের দোকানেও। ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি হওয়ার কথা। একজন ডিলার প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বরাদ্দ পান। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হয়ে থাকে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারেন। ক্রেতারা সকাল নয়টার আগেই ডিলারের দোকানের সামনে এসে ভিড় করেন। দুপুরের আগেই বরাদ্দ হওয়া চাল ও আটা বিক্রি হয়ে যায়। অনেক ক্রেতা খালি হাতে ফেরত যান।
পৌর এলাকার দেবীপুর গ্রামের ভ্যানচালক সালাউদ্দিন বলেন, ‘চাল আটার বরাদ্দ বাড়ানো উচিত। খোলাবাজারে নিম্ন আয়ের মানুষের কথা বলা হলেও সব শ্রেণির মানুষ চাল আটা পেতে চায়। এমনকি ইউনিয়নের লোকজনও চাল আটা পেতে পৌরসভায় ভিড় করছেন।’ তিনি বলেন, ‘চাহিদার তুলনায় বরাদ্দ খুবই কম। এ কারণে প্রতিদিন চাল আটা পেতে নাভিশ্বাস উঠে মানুষের।’
তিত্তরকুড়ি গ্রামের আছিয়া বেগম জানান, সকালে লাইনে দাঁড়িয়ে বেলা ১২টার দিকে চাল পেয়েছেন। গত দিন আসতে দেরি হওয়ায় তিনি চাল পাননি। তিনি বলেন, ‘চাল আটার মান ভালো হওয়ায় ধনিরাও কিনতে ভিড় করে। এ কারণে লড়াই করে চাল আটা কিনতে হয়।’
পৌর এলাকার শালঘরিয়ার পরিবেশক বজলুর রহমান বলেন, ‘খোলাবাজারে কম দামের চাল ও আটার মান খুবই ভালো। এ কারণে সব শ্রেণির লোকজন ভিড় করে। তবে আমরা গরিব মানুষের কাছে চাল আটা বিক্রি করছি।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার ছাড়া প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বরাদ্দ পাচ্ছি। কিন্তু বরাদ্দের চেয়ে চাহিদা অনেক বেশি। ফলে পণ্য কিনতে একটু ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের।’
রাস্তার বিভিন্ন মোড়ের সামনে দীর্ঘ সারি। স্বল্প মূল্যে চাল ও আটা কিনতে সারিতে ভিড় শিশু, কিশোর, নারী ও বৃদ্ধদের। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বরাদ্দ কম হওয়ায় স্বল্পমূল্যে চাল আটা কিনতে না পেরে অনেকেই ফিরছেন শূন্য হাতে।
বিদ্যমান করোনা পরিস্থিতিতে খাদ্য মন্ত্রণালয়ের খোলাবাজারে বিক্রির ওএমএসের চাল-আটা পেতে নিম্ন আয়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রতিযোগিতা। যদিও পরিবেশকেরা বলছেন, ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, দুর্গাপুর পৌর এলাকায় গত ২০ জানুয়ারি থেকে তিনজন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে। ভোগান্তি কমাতে পরিবেশক বাড়ানোর দাবি করেছেন গরিব মানুষ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কনকনে শীত উপেক্ষা করে দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া বদিরমোড়ে পরিবেশক বজলুর রহমানের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনেই বিক্রি করা হচ্ছে চাল ও আটা। এই রকম উপচে পড়া ভিড় বাকি দুই ডিলারের দোকানেও। ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি হওয়ার কথা। একজন ডিলার প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বরাদ্দ পান। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হয়ে থাকে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারেন। ক্রেতারা সকাল নয়টার আগেই ডিলারের দোকানের সামনে এসে ভিড় করেন। দুপুরের আগেই বরাদ্দ হওয়া চাল ও আটা বিক্রি হয়ে যায়। অনেক ক্রেতা খালি হাতে ফেরত যান।
পৌর এলাকার দেবীপুর গ্রামের ভ্যানচালক সালাউদ্দিন বলেন, ‘চাল আটার বরাদ্দ বাড়ানো উচিত। খোলাবাজারে নিম্ন আয়ের মানুষের কথা বলা হলেও সব শ্রেণির মানুষ চাল আটা পেতে চায়। এমনকি ইউনিয়নের লোকজনও চাল আটা পেতে পৌরসভায় ভিড় করছেন।’ তিনি বলেন, ‘চাহিদার তুলনায় বরাদ্দ খুবই কম। এ কারণে প্রতিদিন চাল আটা পেতে নাভিশ্বাস উঠে মানুষের।’
তিত্তরকুড়ি গ্রামের আছিয়া বেগম জানান, সকালে লাইনে দাঁড়িয়ে বেলা ১২টার দিকে চাল পেয়েছেন। গত দিন আসতে দেরি হওয়ায় তিনি চাল পাননি। তিনি বলেন, ‘চাল আটার মান ভালো হওয়ায় ধনিরাও কিনতে ভিড় করে। এ কারণে লড়াই করে চাল আটা কিনতে হয়।’
পৌর এলাকার শালঘরিয়ার পরিবেশক বজলুর রহমান বলেন, ‘খোলাবাজারে কম দামের চাল ও আটার মান খুবই ভালো। এ কারণে সব শ্রেণির লোকজন ভিড় করে। তবে আমরা গরিব মানুষের কাছে চাল আটা বিক্রি করছি।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার ছাড়া প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বরাদ্দ পাচ্ছি। কিন্তু বরাদ্দের চেয়ে চাহিদা অনেক বেশি। ফলে পণ্য কিনতে একটু ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪