Ajker Patrika

দুদকের ১১ মামলা ছয়জনের বিরুদ্ধে

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৮
দুদকের ১১ মামলা  ছয়জনের বিরুদ্ধে

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের ঘটনায় ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বুধবার সিলেট জেলা দায়রা জজ আদালতে দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেন।

মামলায় পরস্পরের যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল-ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়াই প্রকল্পের এই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলার আসামিরা হলেন-মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের পরিচালক মো. জমশেদুর রহমান খন্দকার (৩৫), শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল (৪২), প্রকল্পের বরখাস্ত হওয়া রসায়নবিদ নেছার উদ্দিন আহমদ (৬১), মেসার্স নুসরাত ট্রেডার্সের পরিচালক হালিমা আক্তার (৪০), সানশাইন আইটি সলিউশনের পরিচালক মাসুদ রানা (৩৬) ও মেসার্স মা এন্টারপ্রাইজের পরিচালক মো. হেলাল উদ্দিন (৪২)।

এর মধ্যে খোন্দকার মুহাম্মদ ইকবালকে ১১টি মামলায়, তাঁর স্ত্রী হালিমা আক্তারকে তিনটি মামলায়, মো. জমশেদুর রহমান খন্দকারকে দুটি মামলায়, নেছার উদ্দিন আহমদকে দুটি মামলায়, মাসুদ রানাকে একটি মামলায় ও মো. হেলাল উদ্দিনকে একটি মামলায় আসামি করা হয়েছে।

দুদক সিলেট সংবলিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বলেন, দীর্ঘ তদন্তের পর জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ রেকর্ডপত্র ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ছয়জনের নামে ১১টি মামলা করা হয়েছে। মামলার এজাহার গত বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে আরও তদন্ত করে দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের আসামি করা হবে। এর আগে গত ৩ আগস্ট প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে ১৫টি মামলা করেছিল দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত