সিলেট প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের ঘটনায় ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার সিলেট জেলা দায়রা জজ আদালতে দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেন।
মামলায় পরস্পরের যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল-ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়াই প্রকল্পের এই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন-মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের পরিচালক মো. জমশেদুর রহমান খন্দকার (৩৫), শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল (৪২), প্রকল্পের বরখাস্ত হওয়া রসায়নবিদ নেছার উদ্দিন আহমদ (৬১), মেসার্স নুসরাত ট্রেডার্সের পরিচালক হালিমা আক্তার (৪০), সানশাইন আইটি সলিউশনের পরিচালক মাসুদ রানা (৩৬) ও মেসার্স মা এন্টারপ্রাইজের পরিচালক মো. হেলাল উদ্দিন (৪২)।
এর মধ্যে খোন্দকার মুহাম্মদ ইকবালকে ১১টি মামলায়, তাঁর স্ত্রী হালিমা আক্তারকে তিনটি মামলায়, মো. জমশেদুর রহমান খন্দকারকে দুটি মামলায়, নেছার উদ্দিন আহমদকে দুটি মামলায়, মাসুদ রানাকে একটি মামলায় ও মো. হেলাল উদ্দিনকে একটি মামলায় আসামি করা হয়েছে।
দুদক সিলেট সংবলিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বলেন, দীর্ঘ তদন্তের পর জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ রেকর্ডপত্র ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ছয়জনের নামে ১১টি মামলা করা হয়েছে। মামলার এজাহার গত বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে আরও তদন্ত করে দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের আসামি করা হবে। এর আগে গত ৩ আগস্ট প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে ১৫টি মামলা করেছিল দুদক।
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের ঘটনায় ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার সিলেট জেলা দায়রা জজ আদালতে দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেন।
মামলায় পরস্পরের যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল-ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়াই প্রকল্পের এই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন-মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের পরিচালক মো. জমশেদুর রহমান খন্দকার (৩৫), শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল (৪২), প্রকল্পের বরখাস্ত হওয়া রসায়নবিদ নেছার উদ্দিন আহমদ (৬১), মেসার্স নুসরাত ট্রেডার্সের পরিচালক হালিমা আক্তার (৪০), সানশাইন আইটি সলিউশনের পরিচালক মাসুদ রানা (৩৬) ও মেসার্স মা এন্টারপ্রাইজের পরিচালক মো. হেলাল উদ্দিন (৪২)।
এর মধ্যে খোন্দকার মুহাম্মদ ইকবালকে ১১টি মামলায়, তাঁর স্ত্রী হালিমা আক্তারকে তিনটি মামলায়, মো. জমশেদুর রহমান খন্দকারকে দুটি মামলায়, নেছার উদ্দিন আহমদকে দুটি মামলায়, মাসুদ রানাকে একটি মামলায় ও মো. হেলাল উদ্দিনকে একটি মামলায় আসামি করা হয়েছে।
দুদক সিলেট সংবলিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বলেন, দীর্ঘ তদন্তের পর জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ রেকর্ডপত্র ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ছয়জনের নামে ১১টি মামলা করা হয়েছে। মামলার এজাহার গত বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে আরও তদন্ত করে দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের আসামি করা হবে। এর আগে গত ৩ আগস্ট প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে ১৫টি মামলা করেছিল দুদক।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪