Ajker Patrika

কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা, ৩ মাসে বৈধ হওয়ার সুযোগ

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনকারীদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ ঘোষণার আওতায় কোনো জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা।

গত বৃহস্পতিবার আরব টাইমস দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রমজান মাস, কুয়েতের আমির শেখ মিশাল আল-সাবাহর শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সব স্তরে মানবিক ভূমিকা সুসংহত করার লক্ষ্যে ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত।

সাধারণ ক্ষমার তিন মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল-জরিমানা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবেন। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা দিয়ে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগও পাবেন।

আর কারও বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অভিযোগ থাকে, তাহলে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবেন কি না, তা নিশ্চিত হতে হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবেন এবং কুয়েত ত্যাগ করবেন না, তাঁদের কালো তালিকাভুক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০১৮ সালে ১৫ থেকে ১৭ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশির মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় ৮ হাজার বাংলাদেশি। সর্বশেষ করোনা মহামারির সময় ২০২০ সালের সাধারণ ক্ষমায় প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার আবেদন করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত