অর্চি হক, ঢাকা
নওগাঁ জেলার শাপাহারের কিশোরী শায়লা আক্তার (ছদ্মনাম)। বয়স তার ১৬ পেরোয়নি। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন মেয়েটির; কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় বাল্যবিবাহ।
গত ১ আগস্ট শায়লার বিয়ের দিন ধার্য করেন তার মা-বাবা। বেলা সাড়ে ৩টায় হওয়ার কথা ছিল বিয়ে; কিন্তু ওই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ১০৯ নম্বরে ফোন করে এই বিয়ের বিষয়টি জানান শায়লার এক প্রতিবেশী। হেল্পলাইন সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে শাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং শাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। উপজেলা ও থানার কর্মকর্তারা নির্ধারিত সময়ের আগেই শায়লার বাসায় উপস্থিত হয়ে বন্ধ করে দেন বিয়ের আয়োজন। মেয়েটির পরিবার অঙ্গীকার করে, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না। শায়লার পড়াশোনা চালিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেন পরিবারের সদস্যরা। বেঁচে যায় শায়লার স্বপ্ন।
তবে সবার ক্ষেত্রে শায়লার মতো ঘটনা ঘটে না। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনিসেফের তথ্য বলছে, বাংলাদেশে প্রতি দুটি কন্যাশিশুর মধ্যে একজন বাল্যবিবাহের শিকার হয়। আইসিডিডিআরবি এবং প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ গবেষণায় দেখা গেছে, বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার ৭৭ শতাংশ। এমন প্রেক্ষাপটে ৩০ সেপ্টেম্বর সারা দেশে পালিত হবে জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ২০০৩ সাল থেকে দেশে এই দিবসটি পালন করা হচ্ছে।
বাল্যবিবাহ বন্ধে জাতীয় হেল্পলাইন ১০৯। শায়লার মতো শত শত কন্যাশিশুকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করছে এই হেল্পলাইনটি। মহিলাবিষয়ক অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, এ বছর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০৯ হেল্পলাইন নম্বরে বাল্যবিবাহসংক্রান্ত কল আসে ৯৭৩টি। এর মধ্যে ৮০৯টি বিয়ে বন্ধ করা গেছে। এই হেল্পলাইন সেন্টারের প্রোগ্রাম অফিসার রাইসুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে বাল্যবিবাহসংক্রান্ত ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা সেটা বন্ধে কাজ শুরু করি। ফোন এলে ভুক্তভোগীর ঠিকানা ও পরিচয় লিখে রাখা হয়। এরপর স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে তাঁদের যেতে বলা হয়। এরপর খোঁজ রাখা হয় যে বাল্যবিবাহটা বন্ধ করা গেল কি না।’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘বাল্যবিবাহ আমাদের সমাজে একটি ব্যাধির মতো। তাই বাল্যবিবাহ বন্ধে যেকোনো উদ্যোগই প্রশংসার দাবি রাখে। ১০৯ হেল্পলাইনও এর ব্যতিক্রম নয়। তবে শুধু এ রকম হেল্পলাইন দিয়ে বাল্যবিবাহ নির্মূল করা যাবে না। মেয়েদের শিক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ এমনিতেই কমে যাবে আর তা হলেই কন্যাশিশুরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে। তাদের সাফল্য দেশকেও এগিয়ে নিয়ে যাবে।’
বাল্যবিবাহ বন্ধে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে পরিচালনা করা হয় ১০৯ হেল্পলাইন।
নওগাঁ জেলার শাপাহারের কিশোরী শায়লা আক্তার (ছদ্মনাম)। বয়স তার ১৬ পেরোয়নি। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন মেয়েটির; কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় বাল্যবিবাহ।
গত ১ আগস্ট শায়লার বিয়ের দিন ধার্য করেন তার মা-বাবা। বেলা সাড়ে ৩টায় হওয়ার কথা ছিল বিয়ে; কিন্তু ওই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ১০৯ নম্বরে ফোন করে এই বিয়ের বিষয়টি জানান শায়লার এক প্রতিবেশী। হেল্পলাইন সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে শাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং শাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। উপজেলা ও থানার কর্মকর্তারা নির্ধারিত সময়ের আগেই শায়লার বাসায় উপস্থিত হয়ে বন্ধ করে দেন বিয়ের আয়োজন। মেয়েটির পরিবার অঙ্গীকার করে, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না। শায়লার পড়াশোনা চালিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেন পরিবারের সদস্যরা। বেঁচে যায় শায়লার স্বপ্ন।
তবে সবার ক্ষেত্রে শায়লার মতো ঘটনা ঘটে না। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনিসেফের তথ্য বলছে, বাংলাদেশে প্রতি দুটি কন্যাশিশুর মধ্যে একজন বাল্যবিবাহের শিকার হয়। আইসিডিডিআরবি এবং প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ গবেষণায় দেখা গেছে, বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার ৭৭ শতাংশ। এমন প্রেক্ষাপটে ৩০ সেপ্টেম্বর সারা দেশে পালিত হবে জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ২০০৩ সাল থেকে দেশে এই দিবসটি পালন করা হচ্ছে।
বাল্যবিবাহ বন্ধে জাতীয় হেল্পলাইন ১০৯। শায়লার মতো শত শত কন্যাশিশুকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করছে এই হেল্পলাইনটি। মহিলাবিষয়ক অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, এ বছর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০৯ হেল্পলাইন নম্বরে বাল্যবিবাহসংক্রান্ত কল আসে ৯৭৩টি। এর মধ্যে ৮০৯টি বিয়ে বন্ধ করা গেছে। এই হেল্পলাইন সেন্টারের প্রোগ্রাম অফিসার রাইসুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে বাল্যবিবাহসংক্রান্ত ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা সেটা বন্ধে কাজ শুরু করি। ফোন এলে ভুক্তভোগীর ঠিকানা ও পরিচয় লিখে রাখা হয়। এরপর স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে তাঁদের যেতে বলা হয়। এরপর খোঁজ রাখা হয় যে বাল্যবিবাহটা বন্ধ করা গেল কি না।’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘বাল্যবিবাহ আমাদের সমাজে একটি ব্যাধির মতো। তাই বাল্যবিবাহ বন্ধে যেকোনো উদ্যোগই প্রশংসার দাবি রাখে। ১০৯ হেল্পলাইনও এর ব্যতিক্রম নয়। তবে শুধু এ রকম হেল্পলাইন দিয়ে বাল্যবিবাহ নির্মূল করা যাবে না। মেয়েদের শিক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ এমনিতেই কমে যাবে আর তা হলেই কন্যাশিশুরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে। তাদের সাফল্য দেশকেও এগিয়ে নিয়ে যাবে।’
বাল্যবিবাহ বন্ধে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে পরিচালনা করা হয় ১০৯ হেল্পলাইন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪