বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বিয়ের প্রলোভনে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও হাতিয়ে নিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে মাহমুদ মুন্না নামের (২৫) এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল সোমবার দুপুরে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে বগুড়ার শেরপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন, দুটি সিম ও ১৬জিবি এসডি কার্ড জব্দ করা হয়।
মুন্না শেরপুর উপজেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
ডিবি পুলিশ জানায়, মুন্না শেরপুর উপজেলার একটি মোবাইল টেলিকমের দোকানে ওই গৃহবধূকে প্রথম দেখতে পান। পরে গৃহবধূর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বলা শুরু করেন। একপর্যায়ে মুন্না বিয়ের প্রলোভন দিয়ে গৃহবধূকে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে বলেন। তাঁর কথা অনুযায়ী গৃহবধূ ওই অবস্থাতেই ভিডিও কলে আসেন। এ সময় মুন্না গৃহবধূর আপত্তিকর ভিডিও রেকর্ড করে রাখেন। পরবর্তীতে বিভিন্ন কারণে ওই গৃহবধূর সঙ্গে মুন্নার সম্পর্কের অবনতি হয়। এতে মুন্না ক্ষিপ্ত হয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন। এমন পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। মুন্নার মোবাইল ফোন বিশ্লেষণে একাধিক মেয়ের কাছ থেকে আপত্তিকর ছবি সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বগুড়ায় বিয়ের প্রলোভনে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও হাতিয়ে নিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে মাহমুদ মুন্না নামের (২৫) এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল সোমবার দুপুরে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে বগুড়ার শেরপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন, দুটি সিম ও ১৬জিবি এসডি কার্ড জব্দ করা হয়।
মুন্না শেরপুর উপজেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
ডিবি পুলিশ জানায়, মুন্না শেরপুর উপজেলার একটি মোবাইল টেলিকমের দোকানে ওই গৃহবধূকে প্রথম দেখতে পান। পরে গৃহবধূর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বলা শুরু করেন। একপর্যায়ে মুন্না বিয়ের প্রলোভন দিয়ে গৃহবধূকে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে বলেন। তাঁর কথা অনুযায়ী গৃহবধূ ওই অবস্থাতেই ভিডিও কলে আসেন। এ সময় মুন্না গৃহবধূর আপত্তিকর ভিডিও রেকর্ড করে রাখেন। পরবর্তীতে বিভিন্ন কারণে ওই গৃহবধূর সঙ্গে মুন্নার সম্পর্কের অবনতি হয়। এতে মুন্না ক্ষিপ্ত হয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন। এমন পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। মুন্নার মোবাইল ফোন বিশ্লেষণে একাধিক মেয়ের কাছ থেকে আপত্তিকর ছবি সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
৪ দিন আগেআধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১৬ দিন আগে