সম্পাদকীয়
সে সময় বিনোদিনী দাসী গ্রেট ন্যাশনাল থিয়েটার ছেড়ে বেঙ্গল থিয়েটারে যোগ দিয়েছেন। বেঙ্গল থিয়েটারের মূল ব্যক্তি ছিলেন শরৎচন্দ্র ঘোষ। তিনি বিনোদিনীকে নিজের মেয়ের মতো দেখতেন। সে সময় বেশ কিছু ভালো নাটক মঞ্চস্থ হচ্ছিল। মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের নাট্যরূপ দেওয়া হয়েছিল। বঙ্কিমচন্দ্রের ‘মৃণালিনী’ আর ‘দুর্গেশ নন্দিনী’ নিয়েও নাটক হয়েছিল। সবগুলোতেই অভিনয় করতেন বিনোদিনী।
কখনো কখনো একই নাটকে দুটি, এমনকি তিনটি চরিত্রেও অভিনয় করতে হতো বিনোদিনীকে। কোনো অভিনয়শিল্পী অসুস্থ হয়ে গেলে নাটক বাঁচানোর দায় এসে পড়ত তাঁর ওপর।
সেবার নাটকে অভিনয় করার জন্য দলবলসমেত বেঙ্গল থিয়েটার চলেছে চুয়াডাঙ্গায়। কোনো একটি বড় স্টেশনে এসে বেশ কিছুক্ষণের জন্য থেমে গেল ট্রেন। শরৎচন্দ্র ঘোষ আরও কয়েকজনকে নিয়ে স্টেশনে নামলেন দলের সবার জন্য খাবার কিনতে। জলখাবারসহ প্রায় সবাই ফিরে এসেছেন। ট্রেনও রওনা দেওয়ার জন্য তৈরি। এ সময় দেখা গেল, উমিচাঁদ নামের একজন তখনো ট্রেনে এসে উঠতে পারেননি। ট্রেন প্রায় ছেড়ে দিচ্ছে। এ সময় শরৎচন্দ্র ঘোষ চিৎকার করে ডাকছেন, ‘উমিচাঁদ শীঘ্রি এসো। গাড়ি ছেড়ে দিচ্ছে!’ হাঁপাতে হাঁপাতে উমিচাঁদ এসে ট্রেনে উঠলেন। কিন্তু এই দৌড়াদৌড়িতে অবসন্ন হয়ে উমিচাঁদ শুয়ে পড়লেন সটান। আসলেই তাঁর শরীর খারাপ করেছে। সবাই বলছে, ‘জল দাও, জল দাও।’
কিন্তু পুরো ট্রেনে কারও কাছে এক গণ্ডূষ জলও পাওয়া গেল না। এখন জল না পেলে মরে যাবেন উমিচাঁদ। নাটকের দলের ভুনি নামের এক মেয়ে তখন বেঙ্গলে কাজ করতেন। তাঁর ছিল কোলের শিশু। তিনি তখন ঝিনুকে করে তাঁর বুকের দুধ দিলেন উমিচাঁদকে।
সেই দুধ খাওয়ার একটু পর উমিচাঁদ মারা গেলেন। ট্রেনের বগিতে কান্নার রোল উঠল।
সেভাবেই চুয়াডাঙ্গায় পৌঁছানো গেল এবং বিনোদিনীরা যখন নাটকের প্রস্তুতি নিচ্ছেন, তখন শরৎচন্দ্র ঘোষসহ কয়েকজন উমিচাঁদের দেহ দাহ করে এলেন।
সূত্র: বিনোদিনী দাসী, আমার কথা ও অন্যান্য রচনা, পৃষ্ঠা ২০-২৪
সে সময় বিনোদিনী দাসী গ্রেট ন্যাশনাল থিয়েটার ছেড়ে বেঙ্গল থিয়েটারে যোগ দিয়েছেন। বেঙ্গল থিয়েটারের মূল ব্যক্তি ছিলেন শরৎচন্দ্র ঘোষ। তিনি বিনোদিনীকে নিজের মেয়ের মতো দেখতেন। সে সময় বেশ কিছু ভালো নাটক মঞ্চস্থ হচ্ছিল। মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের নাট্যরূপ দেওয়া হয়েছিল। বঙ্কিমচন্দ্রের ‘মৃণালিনী’ আর ‘দুর্গেশ নন্দিনী’ নিয়েও নাটক হয়েছিল। সবগুলোতেই অভিনয় করতেন বিনোদিনী।
কখনো কখনো একই নাটকে দুটি, এমনকি তিনটি চরিত্রেও অভিনয় করতে হতো বিনোদিনীকে। কোনো অভিনয়শিল্পী অসুস্থ হয়ে গেলে নাটক বাঁচানোর দায় এসে পড়ত তাঁর ওপর।
সেবার নাটকে অভিনয় করার জন্য দলবলসমেত বেঙ্গল থিয়েটার চলেছে চুয়াডাঙ্গায়। কোনো একটি বড় স্টেশনে এসে বেশ কিছুক্ষণের জন্য থেমে গেল ট্রেন। শরৎচন্দ্র ঘোষ আরও কয়েকজনকে নিয়ে স্টেশনে নামলেন দলের সবার জন্য খাবার কিনতে। জলখাবারসহ প্রায় সবাই ফিরে এসেছেন। ট্রেনও রওনা দেওয়ার জন্য তৈরি। এ সময় দেখা গেল, উমিচাঁদ নামের একজন তখনো ট্রেনে এসে উঠতে পারেননি। ট্রেন প্রায় ছেড়ে দিচ্ছে। এ সময় শরৎচন্দ্র ঘোষ চিৎকার করে ডাকছেন, ‘উমিচাঁদ শীঘ্রি এসো। গাড়ি ছেড়ে দিচ্ছে!’ হাঁপাতে হাঁপাতে উমিচাঁদ এসে ট্রেনে উঠলেন। কিন্তু এই দৌড়াদৌড়িতে অবসন্ন হয়ে উমিচাঁদ শুয়ে পড়লেন সটান। আসলেই তাঁর শরীর খারাপ করেছে। সবাই বলছে, ‘জল দাও, জল দাও।’
কিন্তু পুরো ট্রেনে কারও কাছে এক গণ্ডূষ জলও পাওয়া গেল না। এখন জল না পেলে মরে যাবেন উমিচাঁদ। নাটকের দলের ভুনি নামের এক মেয়ে তখন বেঙ্গলে কাজ করতেন। তাঁর ছিল কোলের শিশু। তিনি তখন ঝিনুকে করে তাঁর বুকের দুধ দিলেন উমিচাঁদকে।
সেই দুধ খাওয়ার একটু পর উমিচাঁদ মারা গেলেন। ট্রেনের বগিতে কান্নার রোল উঠল।
সেভাবেই চুয়াডাঙ্গায় পৌঁছানো গেল এবং বিনোদিনীরা যখন নাটকের প্রস্তুতি নিচ্ছেন, তখন শরৎচন্দ্র ঘোষসহ কয়েকজন উমিচাঁদের দেহ দাহ করে এলেন।
সূত্র: বিনোদিনী দাসী, আমার কথা ও অন্যান্য রচনা, পৃষ্ঠা ২০-২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪