Ajker Patrika

কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৫: ৫০
Thumbnail image

নগরীতে কাঁঠাল খাওয়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টিগুণসমৃদ্ধ জাতীয় ফল কাঁঠালের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস থেকেই এ আয়োজন করা হয়।

কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে সেরা ছয়জনকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি কাঁঠালবিষয়ক ছড়া লেখায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার মধ্যে কাঁঠালগাছের চারা বিতরণ করা হয়।

গত শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে সাহিত্যের কাগজ ‘মৌচাক’। বেলা ১১টায় ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মণ্ডল মওলা।

এ সময় কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন চিকিৎসক মফিজুল ইসলাম মান্টু ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌচাকের প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল। বক্তব্য দেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অভিযাত্রিক সভাপতি লেখক রানা মাসুদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল, ভাওয়াইয়া শিল্পী খ ম আলী সম্রাট, কারমাইকেল কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া প্রমুখ।

আলোচনা শেষে নারী ও পুরুষ বিভাগে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নারীদের মধ্যে এস এম ইতি প্রথম, রুমকি রহমান দ্বিতীয় ও শাহিনা বেগম তৃতীয় স্থান অধিকার করেন। পুরুষ বিভাগে সোহানুর রহমান শাহিন প্রথম, স্বপন চৌধুরী দ্বিতীয় ও এস এ অপু তৃতীয় হন।

এ ছাড়া দেশব্যাপী কাঁঠালবিষয়ক ছড়া লেখায় দিনাজপুরের লুৎফর রহমান প্রথম, গাইবান্ধার আতাউর রহমান লিটন দ্বিতীয় ও ঢাকার উম্মে হাবিবা সূচনা তৃতীয় হন।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সব প্রতিযোগীর হাতে একটি করে কাঁঠালগাছের চারা তুলে দেওয়া হয়।

এই প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থ কুড়িগ্রাম ও রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত