Ajker Patrika

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৫৩
এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

হবিগঞ্জ সদর উপজেলার শাহজালাল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ছাড়া নবম ও দশম শ্রেণির অধিক বেতন ও সেশন ফি (গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত) নেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করছেন প্রধান শিক্ষক। এর ওপর নেওয়া হচ্ছে ২৪ মাসেরও অধিক বেতনের টাকা। ফলে অসহায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

অন্যদিকে, এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হলেও শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না কোনো রসিদ। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যথাযথ ব্যবস্থা নিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

অভিযোগে উল্লেখ করা হয়, শাহজালাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহির আলী তালুকদার স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ফলে তাঁকে শাহজালাল উচ্চবিদ্যালয় থেকে এর আগে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

সম্প্রতি তিনি আবারও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করেছে ১ হাজার ৬১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৪৯৫ টাকা। অথচ প্রধান শিক্ষক তাহির আলী শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন ইচ্ছেমতো টাকা।

তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন আড়াই হাজার টাকা। ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা, যা মন্ত্রণালয়ের নির্ধারিত ফির দ্বিগুণ।

বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী নাইমা আক্তার তৃষা বলে, ‘অন্যান্য বিদ্যালয়ে ফরম পূরণে সরকারের বেঁধে দেওয়া ফি নেওয়া হচ্ছে। অথচ আমাদের বিদ্যালয়ে নেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা। এ ছাড়া ফরম পূরণের রসিদও দেওয়া হচ্ছে না।’

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলে, ‘বিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি ১ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আমি দুই হাজার টাকা নিয়ে বিদ্যালয়ে যাই। এসে দেখি ফরম পূরণ করতে আড়াই হাজার টাকা নিচ্ছে, ফলে এখনো ফরম পূরণ করতে পারিনি।’

মানবিক বিভাগের শিক্ষার্থী আনোয়ার ইসলাম রাহান বলে, ‘চলতি বছরের সেশনসহ অনেক ফিও দিতে হচ্ছে। ফলে একসঙ্গে এত টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে।’

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহেব আলী বলেন, ‘প্রধান শিক্ষক তাহির আলী তালুকদার নিজ ক্ষমতাবলে শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা নিচ্ছেন। ফলে ফরম পূরণ করতে না পারায় বেকায়দায় পড়েছেন অনেক শিক্ষার্থী। অনেকের অভিভাবকেরা ছাগল, মুরগি বিক্রি করে তাঁদের সন্তানদের ফরম পূরণ করাচ্ছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক তাহির আলী তালুকদার প্রথমে বিষয়টি অস্বীকার করেন। অতিরিক্ত ফি নেওয়ার তথ্য প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন, ‘দেখেন আমাদের বিদ্যালয়ে মুজিব কর্নার নেই। কোনো ভালো আবাসন ব্যবস্থাও নেই। তাই এগুলো তৈরি করতে ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে।’

রসিদ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ফরম পূরণকালে শিক্ষার্থীদের কোনো রসিদ দিইনি এটা সত্য। তবে এখন থেকে সবাইকে রসিদ দেওয়া হবে।’

হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার নিয়ম নেই। অভিযোগ সত্য প্রমাণ হলে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত