Ajker Patrika

তদন্তে অগ্রগতি নেই মন্ত্রীর কাছে অভিযোগ

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪২
তদন্তে অগ্রগতি নেই মন্ত্রীর কাছে অভিযোগ

মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করার জন্য কর্মকর্তা নিয়োগের দেড় মাস পরও এই ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। সেই সঙ্গে পরিচালনা কমিটি ছাড়াই বেতন-ভাতা উত্তোলন চলমান থাকায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমন অবস্থায় গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রীর কাছে আবারও অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য বাবর আলী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, উপজেলা সদরের মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ইচ্ছাকৃতভাবে পরিচালনা কমিটি গঠন না করে এককভাবে বিদ্যালয় পরিচালনা করছেন। অথচ স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান কমিটি গঠন করার জন্য সুপারিশপত্র দিয়েছিলেন। এ ছাড়া শিক্ষক কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তাও দ্রুত কমিটির প্রস্তাব দাখিলের তাগাদা দিয়ে পত্র দেন। কিন্তু প্রধান শিক্ষক আতিয়ার কোনো কিছুর তোয়াক্কা না করে নিজেই বিদ্যালয় পরিচালনা করছেন।

বিদ্যালয়ের কমিটির মেয়াদ ২০২০ সালের ২৬ জুলাই শেষ হয়। দীর্ঘ দিনেও কমিটি গঠন না করাসহ টাকা নিয়ে চাকরি না দেওয়া, জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না করা, দুদকের টাকায় গড়া সততা স্টোর বন্ধ রাখার মতো একাধিক অভিযোগ আনা হয় প্রধান শিক্ষক আতিয়ারের বিরুদ্ধে।

এ বিষয়ে রফিকুল ইসলাম নামে একজন অভিভাবক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দরখাস্ত দেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর দাখিল করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে ২৮ ডিসেম্বর গবেষণা কর্মকর্তা ফকরুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে পত্র দেওয়া হয়। পত্রে স্বাক্ষর করেন শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) চন্দ্র শেখর হালদার।

সরকারি বিধি মোতাবেক, যেকোনো অভিযোগ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা। কিন্তু মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ক্ষেত্রে এ নিয়ম মানা হচ্ছে না। কারণ তদন্ত কর্মকর্তা নিয়োগের দেড় মাস হলো এখনো তদন্ত শুরু করা হয়নি। আদৌ তদন্ত হবে কি না এ নিয়েও চলছে জল্পনা কল্পনা।

কমিটি ছাড়া বেতন-ভাতা উত্তোলন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, উচ্চ আদালতের আদেশ মোতাবেক বেতন দেওয়া হচ্ছে। যত দিন শিক্ষা বোর্ড কমিটি অনুমোদন দিচ্ছে না তত দিন ইউএনওর স্বাক্ষরে বেতন দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। আদালতের আশ্রয় নিয়ে এভাবে কমিটি গঠন না করে কত দিন বিদ্যালয় পরিচালনা করা যায় জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ওই কর্মকর্তা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক আতিয়ার বলেন, ‘সময় হলে সব হবে।’ আর কোনো মন্তব্য করেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত