Ajker Patrika

নৌকার বইঠায় সংসারের হাল ষাটোর্ধ্ব সাফিয়ার

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
নৌকার বইঠায় সংসারের হাল ষাটোর্ধ্ব সাফিয়ার

দুপুরের সূর্য তখন পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর বুকে বইছে মৃদু হিমেল হাওয়া। নদীটির তীরে সীতাঘাট মন্দিরসংলগ্ন এলাকায় বইঠা হাতে দেখা মিলল ষাটোর্ধ্ব এক নারীর। যাত্রীর অপেক্ষায় রয়েছেন তিনি। তিন বছর ধরে কর্ণফুলীর এ ঘাটে যাত্রী পারাপার করেন তিনি।

নৌকা চালিয়ে জীবনসংগ্রামে এগিয়ে চলা এ নারীর নাম সাফিয়া খাতুন। শিলছড়ি সীতাঘাট এলাকার বাসিন্দা তিনি। আগে এ কাজ করতেন তাঁর স্বামী আবুল কাশেম। তিন বছর আগে কাশেমের মৃত্যুর পর নৌকার সঙ্গে সংসারের হালও ধরতে হয় সাফিয়ার।

তবে সাফিয়ার সংসারে অভাব যেন নিত্যসঙ্গী। তিনি জানালেন, চার মেয়ে এবং এক ছেলে তাঁর। তাঁদের মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকেন। এক মেয়েকে নিয়ে আছেন সাফিয়া।

অনেকটা আক্ষেপের সুরেই সাফিয়া বললেন, ‘এই বুড়া বয়সেও সংসারের বোঝা বয়ে যাচ্ছি। অসুস্থ শরীর নিয়ে আর পারছি না এই বোঝা টানতে।’

গতকাল সোমবার কর্ণফুলীর তীরে অনেকক্ষণ অপেক্ষার পরও কোনো যাত্রী পাননি সাফিয়া। আলাপের একপর্যায়ে তিনিই জানালেন এর কারণ। বলেন, ‘শুধু সীতাঘাটে মা সীতামন্দিরে ধর্মীয় উৎসবের সময় যাত্রী পারাপার বেশি হয়। তখন গড়ে ৩০০-৫০০ টাকা আয় হয়। উৎসব না থাকলে দিনে ১০০-২০০ টাকা নিয়েই খুশি থাকতে হয়। কোনো দিন আবার এক টাকাও ইনকাম হয় না।’

সাফিয়াকে সহায়তার আশ্বাস দিয়ে ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...