চাঁদপুর প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এবার চাঁদপুর জেলায় ৪৪২ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. জালালউদ্দীন গণমাধ্যমকে এমন তথ্য জানান।
চাঁদপুর জেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ের জরিপে দেখা গেছে, জেলার ৮ উপজেলায় আলু, আমন, সরিষা, গম, বোরো বীজতলা, পেঁয়াজ, মরিচ ও আগাম শীতকালীন শাকসবজি ও ফলফলাদিসহ মোট ক্ষতি হয়েছে ৪ হাজার ৫৫৫ হেক্টরের ফসল।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আগাম শীতকালীন শাকসবজির। টাকার যার পরিমাণ প্রায় ৪২৬ কোটি টাকা। সরিষার ক্ষতি হয়েছে ৭ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। আলুর ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার।
অন্যান্য জাতের ফলফলাদির ক্ষতি হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকার। পেঁয়াজের হয়েছে ২১ লাখ টাকার। বোরো বীজতলার ক্ষতি ৪ লাখ ১৫ হাজার টাকার। মরিচের ক্ষতি ১ লাখ ৬৫ হাজার টাকার।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালালউদ্দীন ও অন্য কৃষিবিদরা জানান, এবার আলু, সরিষা, গম, উৎপাদনের লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা নেই। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের জন্য ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ অর্থসহায়তার সুপারিশ করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারেন।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এবার চাঁদপুর জেলায় ৪৪২ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. জালালউদ্দীন গণমাধ্যমকে এমন তথ্য জানান।
চাঁদপুর জেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ের জরিপে দেখা গেছে, জেলার ৮ উপজেলায় আলু, আমন, সরিষা, গম, বোরো বীজতলা, পেঁয়াজ, মরিচ ও আগাম শীতকালীন শাকসবজি ও ফলফলাদিসহ মোট ক্ষতি হয়েছে ৪ হাজার ৫৫৫ হেক্টরের ফসল।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আগাম শীতকালীন শাকসবজির। টাকার যার পরিমাণ প্রায় ৪২৬ কোটি টাকা। সরিষার ক্ষতি হয়েছে ৭ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। আলুর ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার।
অন্যান্য জাতের ফলফলাদির ক্ষতি হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকার। পেঁয়াজের হয়েছে ২১ লাখ টাকার। বোরো বীজতলার ক্ষতি ৪ লাখ ১৫ হাজার টাকার। মরিচের ক্ষতি ১ লাখ ৬৫ হাজার টাকার।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালালউদ্দীন ও অন্য কৃষিবিদরা জানান, এবার আলু, সরিষা, গম, উৎপাদনের লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা নেই। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের জন্য ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ অর্থসহায়তার সুপারিশ করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪