Ajker Patrika

জমে উঠেছে ঈদবাজার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২: ৩৮
Thumbnail image

ফেনীর সোনাগাজী উপজেলায় শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের আকর্ষণ করতে দোকানগুলো বিভিন্নভাবে সাজিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। নারী ও শিশুদের পণ্যসামগ্রী, জুতা, কসমেটিক, পাঞ্জাবির দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা। ২০ রমজানের পরেই বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

ঈদুল ফিতরকে কেন্দ্র করে সোনাগাজীর রাকিব প্লাজা, ব্লু ডিম, বক্তারমুন্সি বাজার ব্যবসায়ীরা ৫০০ টাকার পণ্য ক্রয়ে লটারির সুযোগ রেখে প্রচার চালিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন। এ ছাড়া ইলেকট্রনিক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে মাইক লাগিয়ে সকাল-রাত পর্যন্ত প্রচারও চালিয়ে যাচ্ছেন অনেক ব্যবসায়ী।

এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সোনাগাজী পৌর শহরসহ ইউনিয়নের বড় বাজারগুলোতে রাতের বেলায় বাড়তি পাহারাদার রাখতে বাজার কমিটিকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে কঠোর নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। এ নিয়ে কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়।

উপজেলার বৃহৎ মার্কেটগুলোতে দোকানিদের দিনরাত কাজ করতে দেখা গেছে। পৌর শহরের মানিক মিয়া প্লাজা, রাকিব প্লাজা, শাহাজাহান কমপ্লেক্স, এনায়েত শপিং কমপ্লেক্স, হাজী রহিম উল্যাহ শপিং কমপ্লেক্স, হাজী আমিন টাওয়ার, চাকলাদার মার্কেট, সোনাগাজী নিউ মার্কেট, সোনাগাজী হকার মার্কেট, পৌর মহিলা মার্কেট, নুর শপিং কমপ্লেক্স, বক্তারমুন্সী হাইস্কুল মার্কেটগুলোতে জুতা, শিশু ও মহিলাদের পণ্যসামগ্রী, কসমেটিক, জেন্টস, পাঞ্জাবির দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা।

ব্লু ড্রিমের সোনাগাজী শাখার স্বত্বাধিকারী নোমান আহমেদ বলেন, মার্কেটে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আবার বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে ১ হাজার ১টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মার্কেটে শেষ সময়ে ভালোই বিক্রি হচ্ছে।

বক্তারমুন্সি বাজারের আয়াত বেবি অ্যান্ড জেন্টস কালেকশনের স্বত্বাধিকারী মীর এমরান বলেন, প্রথম দিকে অলস সময় কাটালেও ১৫-২০ রমজানের পর থেকে ভালোই বিক্রি হচ্ছে।

হায়দার গার্মেন্টসের মালিক মুফতি আলী হায়দার বলেন, ‘উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা শেষ সময়ে এসে অনেকে ঢাকা যেতে না পেরে আমাদের কাছে কয়েক গুণ বেশি চাহিদা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, পাইকারি দামে দোকানদারেরা ভালোই পণ্য নিচ্ছে।’

মানিক মিয়া প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করছেন। শেষ সময়ে অনেকটা বেড়েছে।

সোনাগাজী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে কেন্দ্র করে বাজারে একটা আমেজ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হচ্ছে। পৌর শহরের পাহারাদারদের আরও সচেষ্ট হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, ঈদ উপলক্ষে বাজারে বাড়তি যানবাহনের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য বন্ধনমুক্ত স্কাউটস গ্রুপের সদস্যরা মাঠে কাজ করছেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে গ্রাম পুলিশ ও বাজার বণিক সমিতির দায়িত্বশীলদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত