Ajker Patrika

তেলের কৃত্রিম সংকট ভোক্তাদের নাভিশ্বাস

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৯: ৪৯
তেলের কৃত্রিম সংকট  ভোক্তাদের নাভিশ্বাস

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। দাম ক্রয়ক্ষমতার মধ্যে না থাকায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। এমন অভিযোগে নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে কুমিল্লার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সর্বশেষ গতকাল রোববার বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগে লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারে চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গেল কয়েক দিনে নগরীর চকবাজার রাজগঞ্জ, চকবাজার ও নিউমার্কেট এ ভোজ্যতেল বেশি দামে বিক্রি করায় জরিমানা করা হয়।

গতকাল রোববার চকবাজার রানীরবাজার বাদশা মিয়ার বাজারসহ বিভিন্ন বাজারে দেখা যায়, দোকানে খোলা ও বোতলজাত তেলের সংকট। এ সময় ব্যবসায়ীরা জানান, সরকারের নির্ধারিত দামে খোলা তেল বিক্রি করা যাচ্ছে না। এতে তাঁরা লাভ করতে পারছেন না। বেশি দামে বিক্রি করতে গেলে আবার ভোক্তা অধিকারের জরিমানায় পড়তে হয়। তা ছাড়া বোতলজাত তেলের চাহিদামতো ডিলাররা তেল সরবরাহ করছেন না।

নগরীর চকবাজারের সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, বাজারে বোতলজাত তেলের সংকট রয়েছে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে তেল অর্ডার দিয়েও পাচ্ছি না। কিছু খোলা তেল আপাতত বিক্রি করছি।

মিজানুর রহমান নামে আরেক ব্যবসায়ী বলেন, বোতলে লাভ হয় কিছুটা। খোলা তেলে লাভই নাই। তারপরও অন্যান্য পণ্য বিক্রির জন্য এ তৈল বিক্রি করতে হচ্ছে।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জানায়, বেশি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে লাকসামের দৌলতগঞ্জ বাজারের মেসার্স চিন্তা হরণ সাহাকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স আলী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং কারসাজি করে বেশি দামে চাল বিক্রির অভিযোগে মেসার্স হৃদয় স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পুলিশের উপপরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে লাকসাম থানা-পুলিশের একটি দল ও স্বাস্থ্য পরিদর্শক শাহাদাৎ হোসেন অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেট করে তেলে দাম বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানে বাজারমূল্য স্থিতিশীল রাখাসহ দোকানের দৃশ্যমান স্থানে মূল্যে তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত