Ajker Patrika

ফার্মেসি মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৯
ফার্মেসি মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট রাখায় চুয়াডাঙ্গার রেল বাজারের ফার্মেসি মালিক মনির হোসেন ওরফে তোকিমকে (৫১) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রোববার বেলা ২টার দিকে মনিরের প্রতিষ্ঠান সুরুজ ফার্মেসিতে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। তোকিম চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদ পাড়ার বাসিন্দা।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তইল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে রেল বাজারে সুরুজ ফার্মেসিতে অভিযান চালান। এ সময় ৫টি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তোকিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত তোকিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য এর আগেও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই ঘটনায়ও তাঁকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও একই কর্মকাণ্ড করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত