Ajker Patrika

ঘরে উঠছে নতুন ধান কমছে চালের দাম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ১৫
ঘরে উঠছে নতুন ধান কমছে চালের দাম

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের ঘরে উঠতে শুরু করেছে চলতি বোরো মৌসুমের নতুন ধান। আর এর প্রভাব পড়েছে উপজেলার সব হাটবাজারে। নতুন ধান আসায় খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কমে আসতে শুরু করেছে।

বর্তমানে চালের দাম প্রতি কেজিতে ৫ টাকার মতো কমে এসেছে। চালের এই নিম্নমুখী দামে খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এ ছাড়া কৃষকেরাও নতুন কাঁচা ও ভেজা ধানের ভালো দাম পাচ্ছেন।

কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ২২ হাজার ৩৬৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ হয়েছে। বর্তমানে ধান কাটার ভরা মৌসুম চলছে।

উপজেলার নওগাঁ, গুল্টা, বিনসাড়া, বোয়ালিয়া, উলিপুরসহ প্রায় ১২টি স্থানে কৃষকেরা নতুন ধান বিক্রি শুরু করেছেন। জাত ভেদে প্রতি মণ ধান ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নতুন ধানের প্রভাবে বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ছিল ৪৭ টাকা। এ ছাড়া স্বর্ণা ৪৬ টাকার জায়গায় ৪২, ব্রি-৪৯ চাল ৪৭ টাকার জায়গায় ৪২, কাটারিভোগ ৬৫ টাকার বদলে ৬০ ও ব্রি-২৯ চাল ৪৮ টাকার জায়গায় ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। 
উপজেলার রানীর হাটের চাল ব্যবসায়ী মো. আফছার আলী বলেন, নতুন বোরো ধান কৃষকের ঘরে ও হাটবাজারে ওঠা শুরু করায় গত দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম প্রকার ভেদে ৫ থেকে ৬ টাকা কমে এসেছে।

ইটভাটায় কাজ করা শ্রমিক রজব আলী, গোবিন্দ কুমার, সুরেশ মাহাতোসহ অনেকে জানান, চালের দাম কমে আসায় খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নার লুনা বলেন, এলাকায় নতুন বোরো ধান কাটা শুরু হয়েছে। এ কারণে চালের মূল্য সহনীয় পর্যায় আসছে। এ অঞ্চলের চাতালগুলোতে চাল উৎপাদন বৃদ্ধি পেলে দাম আরও কমে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত